ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কুকের সেঞ্চুরিতে দ. আফ্রিকার দাপট

প্রকাশিত: ০৬:২২, ২৯ ডিসেম্বর ২০১৬

কুকের সেঞ্চুরিতে দ. আফ্রিকার  দাপট

স্পোর্টস রিপোর্টার ॥ পোর্ট এলিজাবেথ টেস্টে চলছে দক্ষিন আফ্রিকার দাপট। প্রথম ইনিংসে স্বাগতিকরা অলআউট হয় ২৮৬ রানে। এরপর সফরকারি লঙ্কানদের ২০৫ রানে গুটিয়ে দিয়ে দেয় ফ্যাফ ডুপ্লেসিসের দল। তৃতীয় দিন চা বিরতিতে এ রিপোর্ট লেখার সময় ২ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ২২১ রান। সব মিলিয়ে ৩০২ রানের লিড প্রোটিয়াদের। প্রথম ইনিংসে কেউ সেঞ্চুরি না পেলেও ১১ চারের সাহায্যে এবার ১০৮ রান নিয়ে দূর্দান্ত ব্যাট করছেন ওপেনার স্টিভেন কুক। ক্যারিয়ারের সপ্তম টেস্টে এটি তার তৃতীয় সেঞ্চুরি। ওপেনার ডিন এলগারকে নিয়ে যোগ করেন ১১৬ রান। ৫২ রান করে সুরাঙ্গা লাকমলের শিকারে পরিনতন হন এলগার। মাত্র ২ রানের জন্য হাফ সেঞ্চুরি পাননি হাসিম আমলা। তাঁকে ফিরিয়েছেন আরেক পেসার নুয়ান প্রদীপ। এর আগে ৭ উইকেটে ১৮১ রান নিয়ে দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। মুলত টেলএন্ডারদের দৃড়তায় দুই শ’ পেরোয় সফরকারিরা। সাত নম্বরে নামা ধনঞ্জয়া ডি সিলভা সর্বোচ্চ ৪৩, রঙ্গনা হেরাথ ২৪ ও দুশমন্ত চামিরার ব্যাট থেকে আসে ১৯ রান। প্রোটিয়াদের হয়ে ভারনন ফিল্যান্ডার নিয়েছেন ৫ উইকেট, অপর পেসার কাইল এ্যাবটের শিকার ৩। ১টি করে উইকেট দুই তরুণ কাগিসো রাবাদা ও কেশব মহারাজের। ঘরের মটিতে এ্যাঞ্জেলো ম্যাথুজের নেতৃত্বাধীন লঙ্কানদের সঙ্গে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলছে দক্ষিন আফ্রিকা।
×