ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইনিয়েস্তাকে দলে নেয়ার স্বপ্ন জুভেন্টাসের

প্রকাশিত: ০৬:২১, ২৯ ডিসেম্বর ২০১৬

ইনিয়েস্তাকে দলে নেয়ার স্বপ্ন জুভেন্টাসের

স্পোর্টস রিপোর্টার ॥ বার্সিলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে আসছে আন্দ্রেস ইনিয়েস্তার। কাতালান ক্লাবটির সঙ্গে তার নতুন চুক্তি নিয়ে রয়েছে সংশয়। তবে এর মধ্যেই নতুন খবর দিল স্প্যানিশ সংবাদমাধ্যম। এই মৌসুম শেষে ইনিয়েস্তার সঙ্গে চুক্তি নবায়ন নাও করতে পারেন বার্সিলোনার বর্তমান সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ। তারা আরও উল্লেখ করেছে যে কাতালান অধিনায়ককে পেতে চায় ইতালির ফুটবল ক্লাব জুভেন্টাস। স্প্যানিশ দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘মিড ফিল্ডার ইনিয়েস্তার সঙ্গে চুক্তি নবায়ন করবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন বার্সিলোনার প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ।’ ২০০২ সালে স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনা দিয়েই ক্লাব ফুটবলে খেলা শুরু করেন ইনিয়েস্তা। এরপর আর কোন ক্লাবের জার্সি নিজের গায়ে চাপাননি এই স্প্যানিশ মিডফিল্ডার। ফলে বার্সার সঙ্গে তার বন্ধন ১৪ বছর হয়ে গেল। এই দীর্ঘপথ চলায় ৩৯৭টি ম্যাচে ৩৪টি গোল করেছেন ইনিয়েস্তা। সেই সঙ্গে অসংখ্য শিরোপা জয়ের সাক্ষী তিনি। মাঝমাঠে তার অসাধারণ পারফরর্মেন্স মুগ্ধ-বিমোহিত করেছে গোটা বিশ্বের ফুটবলপ্রেমীকেই। কিন্তু সেই তারকার সঙ্গে নতুন করে বার্সার চুক্তির মেয়াদ বৃদ্ধি না করার খবরটি নিঃসন্দেহেই ভক্ত-অনুরাগীদের হতাশ করে। তবে ৩২ বছর বয়সী ইনিয়েস্তা ক্লাবের সঙ্গে চুক্তির ব্যাপারে এখনও আশাবাদী। কাতালান ক্লাবটিতেই ক্যারিয়ার শেষ করতে চান বলেও মন্তব্য করেছেন তিনি। এ প্রসঙ্গে ইনিয়েস্তা বলেন, ‘২০১৮ সালে বার্সিলোনার সঙ্গে আমার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। তবে আমার লক্ষ্য এখানে আরও দীর্ঘদিন খেলা। বার্সার জন্য নিজের সেরাটাই সব সময় দিয়ে এসেছি এবং ভবিষ্যতেও দেব। আশা করছি, আরও অনেকদিন বার্সাকে সেবা দিতে পারব।’ গত অক্টোবরে ব্রাজিলের অধিনায়ক নেইমারের সঙ্গে নতুন করে চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছে বার্সিলোনা। নতুন চুক্তির ফলে ২০২১ সাল পর্যন্ত ন্যু ক্যাম্পেই থাকছেন এই প্রতিভাবান ফুটবলার। সম্প্রতি উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজের সঙ্গেও ২০২১ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে তারা। বাকি থাকা আরেক স্ট্রাইকার লিওনেল মেসির সঙ্গেও চুক্তি বাড়ানোর প্রক্রিয়া চলছে বার্সার। ঠিক এই সময়েই তারকায় ভরপুর দলটির সঙ্গে আরও দীর্ঘদিন থাকার কথা জানালেন ইনিয়েস্তা। এই দলে থাকতে পারাটা যে তার জন্য গর্বেরও! তাই তো ইনিয়েস্তা বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা ক্লাব বার্সিলোনা।
×