ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জেলা পরিষদের প্রথম নির্বাচনে আওয়ামী লীগের সন্তোষ

প্রকাশিত: ০৫:৪২, ২৯ ডিসেম্বর ২০১৬

জেলা পরিষদের প্রথম নির্বাচনে আওয়ামী  লীগের  সন্তোষ

বিশেষ প্রতিনিধি ॥ জেলা পরিষদের প্রথম নির্বাচন নিয়ে সন্তোষ জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বুধবার ভোটগ্রহণ শেষে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেন, জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। স্থানীয় সরকারের এ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকবে। দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদানের ক্ষেত্রে এ নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের প্রতিক্রিয়ার জবাবে ডাঃ দীপু মনি বলেন, বিএনপি কখন কী বলে, তার কোন ঠিক নেই। তাদের কাছে গণতন্ত্রের মানেই হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা, জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করা। তিনি বলেন, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা, মানুষ পুড়িয়ে হত্যা করা যদি বিএনপির গণতন্ত্র হয়ে থাকে, তাহলে দেশের মানুষ এমন গণতন্ত্র চায় না। সংবাদ সম্মেলনে এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, এ কে এম এনামুল হক শামীম, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার প্রমুখ উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের যৌথসভা আজ ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সকল কর্মসূচী সফল করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় কেন্দ্রীয় কমিটির সঙ্গে ঢাকার আশপাশের জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, দলীয় জাতীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদের এক যৌথসভা অনুষ্ঠিত হবে। ধানম-ির প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে এ যৌথসভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। বিএমএ নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ॥ বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের (বিএমএ) নবনির্বাচিত নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার সকালে ধানম-ি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে তাঁরা শ্রদ্ধা নিবেদন করেন। নতুন কমিটির সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডাঃ ইহতেশামুল হক চৌধুরীর নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বিএমএ ও স্বাচিপ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর চিকিৎসকদের সংগঠন বিএমএর নির্বাচন অনুষ্ঠিত হয়।
×