ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নবেম্বরে আসছে আমেরিকার উড়ন্ত চক্ষু হাসপাতাল অরবিস

প্রকাশিত: ০৬:০৩, ২৮ ডিসেম্বর ২০১৬

নবেম্বরে আসছে আমেরিকার উড়ন্ত চক্ষু হাসপাতাল অরবিস

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চক্ষু চিকিৎসায় চট্টগ্রামে চতুর্থবারের মতো আমেরিকা থেকে আসছে উড়ন্ত চক্ষু হাসপাতাল। অরবিস ইন্টারন্যাশনাল এবং চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগিতায় চট্টগ্রাম বিমানবন্দরে জটিল ও কঠিন চক্ষু রোগীদের চিকিৎসাসেবা দেয়া হবে। ২০১৭ সালের নবেম্বরে চক্ষু বিশেষজ্ঞ ও চিকিৎসকদের একটি টিম উড়ন্ত চক্ষু হাসপাতালের মাধ্যমে এ দেশে দশমবারের মতো সেবা কার্যক্রম পরিচালনা করবে। ফলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের যারা জটিল চক্ষু রোগে ভুগছেন তাদের চিকিৎসাসেবা দেয়ার জন্য আগেভাগেই অরবিস বিভিন্ন কার্যক্রম পরিচালনা শুরু করেছে। মঙ্গলবার চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজিং ট্রাস্টি ডাঃ রবিউল হোসেন ও অরবিসের কান্ট্রি ডিরেক্টর ডাঃ মনির আহমেদ। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়েছে, ১৯৭৩ সালে ডাঃ রবিউল হোসেনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি। ১৯৮৩ সালে বাংলাদেশ সরকার ও বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার সহায়তায় গড়ে ওঠে পাহাড়তলীর চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র। যুক্তরাষ্ট্রভিত্তিক অরবিস ইন্টারন্যাশনাল ২০০১ সাল থেকে এ দেশে জটিল ও কঠিন চক্ষু রোগের চিকিৎসা দিতে উড়ন্ত চক্ষু হাসপাতাল পরিচালনা শুরু করে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে। সেন্টমার্টিনগামী জাহাজে অতিরিক্ত যাত্রী স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সেন্টমার্টিনগামী পর্যটকবাহী একাধিক জাহাজ ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করছে বলে অভিযোগ রয়েছে। টেকনাফ সেন্টমার্টিন নৌ-রুটে যে কটি জাহাজ চলাচল করছে, তার মধ্যে একাধিক জাহাজের বিরুদ্ধে যাত্রীদের অহরহ অভিযোগ পাওয়া গেছে। সেন্টমার্টিন ঘুরে আসা ঢাকার পর্যটক দম্পতি আনোয়ার ও জাহানারা জানান, জাহাজের নিচে ও ছাদে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী এমনভাবে বহন করে, সাগরে ঢেউয়ের তোড়ে জাহাজ একটু কাত হলেই পর্যটকদের রক্ষা নেই। পোশাক বিতরণ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৭ ডিসেম্বর ॥ শীতার্তদের মাঝে কম্বল ও পোশাক বিতরণ করল ‘আমরা করবো জয়’ নামে তরুণদের একটি সামাজিক প্রতিষ্ঠান। মঙ্গলবার দুপুরে ডিক্রির চর ইউনিয়নের পালডাঙ্গি এবং শহরতলীর বেড়িবাঁধ এলাকায় এ কম্বল ও শীতের পোশাক বিতরণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে ২৩০টি পরিবারের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়। এছাড়া ৫৫০ ব্যক্তির মাঝে কোট, জ্যাকেট, সোয়েটার, প্যান্টসহ শীতের পোশাক তুলে দেয়া হয়। এ সময় সংগঠনের সভাপতি আহমেদ সৌরভ, সাংগঠনিক সম্পাদক জোবায়ের আল মাহমুদ, ইসরাত জামানসহ সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শীতার্তকে সহায়তা স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পাঁচ শতাধিক দুস্থ শীতার্তের মাঝে ৩শ’ কম্বল ও ২শ’ শিশুর মাঝে পোশাক বিতরণ করেছে গাজীপুর জাগ্রত সংঘ নামের একটি প্রতিষ্ঠান। মঙ্গলবার দুপুরে জেলা শহরের পূর্ব কুখাপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গাজীপুর জাগ্রত সংঘের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য ইমরান সরকার, মোস্তাফিজুর রহমান, জাহিদ হোসেন প্রমুখ। সংঘের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মিজানুর রহমান বলেন, গাজীপুর শহরে অবস্থিত জাগ্রত সংঘের সদস্যদের সংগৃহীত অর্থে কেনা শীতবস্ত্র নীলফামারীতে এনে দরিদ্র শীতার্তদের বিতরণ করা হয়েছে।
×