ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার ট্রাভেলসে আসন প্রতি ১০০ টাকা বাড়তি ভাড়া আদায়!

প্রকাশিত: ০৫:৩৬, ২৭ ডিসেম্বর ২০১৬

সরকার ট্রাভেলসে  আসন প্রতি  ১০০ টাকা বাড়তি ভাড়া আদায়!

স্টাফ রিপোর্টার ॥ পাবনা থেকে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে সরকার ট্রাভেলসে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ পাওয়া গেছে। যাত্রীরা জানিয়েছেন, পূর্ব কোন ঘোষণা ছাড়াই সোমবার সকাল থেকে বাস ভাড়া বাড়িয়ে দেয় পরিবহন কর্তৃপক্ষ। এ নিয়ে যাত্রীদের সঙ্গে কথা কাটাকাটিরও ঘটনা ঘটেছে। ঢাকার যাত্রী সারোয়ার জাহান নামের এক যাত্রী জানান, সকালে তিনি পাবনা টার্মিনালে সরকার ট্রাভেলসের কাউন্টার যান। তখন ৩০০ টাকার স্থলে ৪০০ টাকা ভাড়া দাবি করা হয়। তিনি প্রতিবাদ করলে, কাউন্টার থেকে বলা হয় কর্তৃপক্ষের নির্দেশে আসন প্রতি ১০০ টাকা ভাড়া বৃদ্ধি করা হয়েছে। গাড়ি নম্বর-১১৮০-এর অপর যাত্রী বিলাস জানান, তেলের দাম কমেছে অথচ একটাকাও ভাড়া কমেনি এই রুটে। হঠাৎ করে আবার উল্টো ভাড়া বাড়ানো হয়েছে। যাত্রীদের অভিযোগ, সকাল থেকে পাবনা থেকে ঢাকাগামী সবকটি বাসের যাত্রীদের কাছ থেকে বাড়তি অর্থ আদায় করা হচ্ছে। এ ব্যাপারে কাউন্টারের ০১৭২৩-৪৪২৬৪৬ নম্বরে যোগাযোগ করা হলে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। উল্লেখ্য, চলতি বছরের মে মাসে আরেকবার ঢাকা ও পাবনার সবকটি কাউন্টার থেকে এই কোম্পানি হঠাৎ করেই আসনপ্রতি ১৫০টাকা ভাড়া বাড়িয়ে দেয়। সাতমাস পর আবারও ভাড়া বাড়ানোর অভিযোগ উঠলো কোম্পানিটির বিরুদ্ধে।
×