ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাদা ছোড়াছুড়ি করবেন না- মহিউদ্দিন নাছিরকে ॥ কাদের

প্রকাশিত: ০৫:৩০, ২৬ ডিসেম্বর ২০১৬

কাদা ছোড়াছুড়ি করবেন না- মহিউদ্দিন নাছিরকে ॥  কাদের

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মহানগর আওয়ামী লীগ ও ছাত্রলীগের অভ্যন্তরীণ বিরোধ ও কোন্দল মেটাতে উদ্যোগী হয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের প্রতি অনুরোধ জানিয়েছেন কাদা ছোড়াছুড়ি না করতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কোন্দল মেটাতে উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছেন নগর আওয়ামী লীগের দুই শীর্ষ নেতার প্রতি। এছাড়া ছাত্রলীগের দুই অংশের কোন্দলে দফায় দফায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অশান্ত হওয়ায় অসন্তোষ প্রকাশ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন চবি উপাচার্যের প্রতিও। রবিবার সকালে মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই সকল প্রকার বিরোধ মিটিয়ে দলকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, সারাদেশে দলের মধ্যে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্য নিয়ে তিনি মাঠে নেমেছেন। চট্টগ্রাম দিয়েই শুরু হয়েছে এ কার্যক্রম। মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে তিনি আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাংগঠনিক অবস্থা জানতে চান। যেসব ওয়ার্ডে কমিটি নেই সেসব ওয়ার্ডে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের আহ্বান জানান। সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিন ছাড়াও এ সময় উপস্থিত ছিলেনÑ চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মহানগর ছাত্রলীগ এবং চবি ছাত্রলীগের নেতৃবৃন্দ। ওবায়দুল কাদের সম্প্রতি অনুষ্ঠিত বিএমএ নির্বাচনে মহানগর সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের পক্ষ থেকে দুটি প্যানেলকে প্রত্যক্ষভাবে সমর্থন দেয়ার প্রসঙ্গ এনে বলেন, দলের মধ্যে কোন ধরনের কাদা ছোড়াছুড়ি করবেন না। কোন সমস্যা থাকলে আমাকে জানান। আমি সমাধান দেয়ার চেষ্টা করব। আর যদি মনে করেন আমি পারব না তাহলে নেত্রীকে জানান। সকালে নাস্তার টেবিলে অনানুষ্ঠানিকভাবে হয় এ বৈঠক। এতে আমন্ত্রণ জানানো হয় সংশ্লিষ্টদের। সেখান থেকে তিনি টেলিফোনে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের সঙ্গেও কথা বলে চট্টগ্রাম আওয়ামী লীগ ও ছাত্রলীগের অভ্যন্তরীণ বিরোধ মেটাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। আলোচনায় উঠে আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি এবং নানা অপ্রীতিকর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম ব্যাহত হওয়ার বিষয়টি। এ নিয়ে তিনি উপাচার্যের কাছে জানতে চান ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ কেন হন? উপাচার্যকে বলেন, কোন রাজনৈতিক আদর্শের প্রতি আপনার সমর্থন থাকতে পারে। কিন্তু বিশ্ববিদ্যালয় পরিচালনায় এর প্রকাশ থাকা উচিত নয়। ভিসির প্রতি তিনি এও বলেন, ছাত্রলীগ আপনাকে ভিসি বানায়নি। মেয়াদ শেষ হলে ছাত্রলীগ ভিসি পদে রাখতেও পারবে না। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সকালে এ বৈঠক সেরে সড়কপথেই ঢাকার উদ্দেশে যাত্রা করেন।
×