ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে নাসিম

ইসি পুনর্গঠনে রাষ্ট্রপতির সিদ্ধান্তে সমর্থন থাকবে ১৪ দলের

প্রকাশিত: ০৫:২৯, ২৬ ডিসেম্বর ২০১৬

ইসি পুনর্গঠনে রাষ্ট্রপতির সিদ্ধান্তে সমর্থন  থাকবে ১৪ দলের

বিশেষ প্রতিনিধি ॥ নির্বাচন কমিশন পুনর্গঠনে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির সিদ্ধান্তে সমর্থন থাকবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাষ্ট্রপতি সংবিধানের ১১৮ ধারা অনুসারে তাঁর ক্ষমতা প্রয়োগ করবেন। রাষ্ট্রপতি ১১৮ অনুচ্ছেদ ব্যবহার করে যেভাবে নির্বাচন কমিশন গঠন করবেন, সেটিতেই ১৪ দলের সমর্থন থাকবে। রবিবার ধানম-ির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বৈঠকে ১৪ দলের নেতারা সদ্যসমাপ্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে বিএনপির বিভ্রান্তিমূলক বক্তব্যের কঠোর সমালোচনা করেন। একই সঙ্গে ডাঃ সেলিনা হায়াত আইভী বিপুল ভোটের ব্যবধানে মেয়র পদে পুনর্নির্বাচিত হওয়ায় ১৪ দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি নারায়ণঞ্জবাসীকেও ধন্যবাদ জানানো হয়। বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, আগামী ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ধানম-ির ৩২ নম্বরে তাঁর প্রতিকৃতিতে সকাল ৭টায় শ্রদ্ধা নিবেদন করবে কেন্দ্রীয় ১৪ দল। বৈঠক শেষে ব্রিফিংকালে মোহাম্মদ নাসিম বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে হয়েছে। অথচ এ নির্বাচনকে নিয়েও বিএনপি বিরূপ মন্তব্য করেছে। আসলে ভাল কোন অর্জনকে বিতর্কিত করাই বিএনপির চিরাচরিত অভ্যাস। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বিভিন্ন সময় একাত্তরের মহান মুক্তিযুদ্ধকেও বিতর্কিত করার চেষ্টা করেছিলেন। জামায়াতকে সঙ্গে নিয়ে বিভিন্ন চক্রান্ত থেকে বিএনপিকে বিরত থাকার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জে বিপুল ভোটে পরাজিত হওয়ার পর খালেদা জিয়ার বোধোদয় হওয়া উচিত। বিএনপি এখনও নিবন্ধন বাতিল হওয়া যুদ্ধাপরাধীদের দল জামায়াতের সঙ্গেই রয়েছে। নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনায় জামায়াতকে সঙ্গে রাখতে চায় বিএনপি। তবে বাস্তবতা হচ্ছে, জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি কোনদিন বিজয় ও জনসমর্থন অর্জন করতে পারবে না। সেজন্যই বিএনপিকে বলতে চাই, জামায়াতকে ছাড়ুন, ত্যাগ করুন। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে শ্রদ্ধা করতে না পারেন, কিন্তু জামায়াতকে সঙ্গে রেখে জনগণের ঘৃণার পাত্র হবেন না। মোহাম্মদ নাসিম বলেন, দেশে জঙ্গীবাদের কোন স্থান নেই। জঙ্গী সৃষ্টির খেলায় যারা মেতেছেন তাদের ইচ্ছা সফল হবে না। জঙ্গী দমনে সরকার কঠোর অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গীবিরোধী প্রতিটি অভিযানে সফল হয়েছে। শনিবার রাজধানীর আশকোনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জঙ্গীবিরোধী সফল অভিযানের জন্য তাদের ধন্যবাদ জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতকে নিয়ে দেশের রাজনীতিকে অস্থিতিশীল করার চক্রান্ত এখনও অব্যাহত রেখেছেন। দেশের রাজনীতিতে জামায়াতকে পুনর্বাসিত করার জন্যই বিএনপি নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে জামায়াতকে সংলাপে রাখার প্রস্তাব করে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভী বিজয়ী হওয়ায় কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়। এ বিষয়ে মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী মনোনয়নে বিচক্ষণতা এবং জঙ্গী নির্মূলে আওয়ামী লীগ সরকারের সফলতার জন্যই নাসিক নির্বাচনে আওয়ামী লীগের বিজয় হয়েছে। ১৪ দলের এই মুখপাত্র আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে এবং নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে, নাসিক নির্বাচন তার প্রমাণ। আগামী জাতীয় নির্বাচনও আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠুভাবেই অনুষ্ঠিত হবে। নাসিক নির্বাচনের ফলাফল মেনে নেয়ার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি হতাশা থেকে নাসিক নির্বাচনের ফলাফল নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের প্রার্থী যখন নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে তখন বিএনপির এ ধরনের প্রতিক্রিয়া নির্বাচনকে বিতর্কিত করার অপকৌশল ছাড়া আর কিছুই নয়। এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, উন্নয়নের ধারা অব্যাহত থাকায় শেখ হাসিনার সরকারের প্রতি জনগণের সমর্থন বাড়ছে। তিনি ১৪ দলের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসী, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী, দলীয় নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানান। এর আগে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ১৪ দলের বৈঠকে অন্যান্যের মধ্যে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, জাসদের (একাংশ) সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, জাসদ (একাংশ) সাধারণ সম্পাদক শিরীন আখতার, তরিকত ফেডারেশনের মহাসচিব এমএ আউয়াল, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডাঃ ওয়াজেদুল ইসলাম খান, গণতন্ত্রী পার্টির ডাঃ শাহাদাত হোসেন, ডাঃ শহিদুল্লাহ শিকদার, গণআজাদী লীগের এসকে শিকদার, বাসদের রেজাউর রশিদ খান, আওয়ামী লীগের মাহবুব-উল আলম হানিফ এমপি, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, একেএম এনামুল হক শামীম, ড. আব্দুস সোবহান গোলাপ, সুজিত রায় নন্দী, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
×