ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র-ভারত ৬১৮ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি সই

প্রকাশিত: ০৮:৩০, ২৫ ডিসেম্বর ২০১৬

যুক্তরাষ্ট্র-ভারত ৬১৮ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি সই

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের সঙ্গে ৬১৮ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই চুক্তির ফলে ভারতের প্রতিরক্ষায় একটা বড় অঙ্কের মার্কিন সাহায্য আসার বিষয়টি নিশ্চিত হলো এবং আমেরিকার প্রধান প্রতিরক্ষা সহযোগী হিসেবে ভারতের নাম আরও একধাপ উপরে উঠে এলো। খবর ওয়েবসাইটের। বর্তমানে হাওয়াই দ্বীপে ছুটি কাটাচ্ছেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার ‘ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন এ্যাক্ট ২০১৭’ চুক্তি স্বাক্ষর করেন তিনি। ভারতের জন্য সুখবর আসার পাশাপাশি পাকিস্তানের জন্য দুঃসংবাদও এসেছে। কারণ ইসলামাবাদকে সাহায্যের ক্ষেত্রে চারটি শর্ত চাপিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।
×