ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আলোচনায় অভিমত পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙালী উচ্ছেদের দাবি অন্যায়

প্রকাশিত: ০৬:০৮, ২৪ ডিসেম্বর ২০১৬

আলোচনায় অভিমত পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙালী উচ্ছেদের দাবি অন্যায়

স্টাফ রিপোর্টার ॥ পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙালীদের উচ্ছেদের দাবি অযৌক্তিক ও অন্যায়। জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) কি দেশের ভেতরে দেশ বানাতে চান। দেশে এই ভূ-খ-ে পাহাড়ী বাঙালী সবাই বাস করবে। শুধু উপজাতিদের জন্য এই এলাকা না। দেশের সব এলাকায় যেমন সব জাতিগোষ্ঠী মিলে বসবাস করে এখানেও তাই হবে। সন্তু লারমার ভূমিকা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তারেক শামসুর রেহমান এ প্রশ্ন তুলেছেন। সন্তু লারমা চান না, পার্বত্য চট্টগ্রামে বাঙালীরা থাকুক। সন্তু লারমাকে এই অধিকার কে দিয়েছে। তিনি কিভাবে বাঙালীদের উচ্ছেদের কথা বলেন। বাংলাদেশের প্রতি তার কোন আনুগত্য নেই। মুক্তিযুদ্ধে তার ভূমিকা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘সংবিধানের আলোকে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন’ শীর্ষক এক অলোচনা সভায় অধ্যাপক ড. তারেক শামসুর রেহমান এ কথা বলেন। সিএইচটি রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি ও পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সাবেক চেয়ারম্যান খাদেমুল ইসলাম চৌধুরী। ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে আলোচনায় মূল প্রবন্ধ উপস্থান করেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক। আলোচনায় অংশ নেন সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু ও সুপ্রীমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সারোয়ার হোসেন। আলোচনা সভায় খাদেমুল ইসলাম বলেন, বাঙালীরা বাংলাদেশের নাগরিক হিসেবে পার্বত্য চট্টগ্রামে বসবাস করছে। সেখান থেকে তাদের উৎখাত করার অধিকার কারও নেই। পাহাড়ে বাঙালী যারা আছে তাদের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। বাংলাদেশীদের পাহাড়ে থাকতে দিতে হবে, সেখান থেকে তাদের কোনভাবেই উচ্ছেদ করা যাবে না। এই দাবি সংবিধান ও দেশ বিরোধী। পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ সমস্যা কোন আদিবাসী সমস্যা না। বাংলাদেশে কোন আদিবাসী নেই। সংবিধান ও শান্তি চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে যারা আছেন তারা আদিবাসী নয়, উপজাতি হিসেবে ওখানে আছেন। সন্তু লারমা কমিশনকে সহায়তা করলে সেখানকার সমস্যা সমাধান হয়ে যায়। কিন্তু তিনি তা করছে না। সমস্যা তিনিই তৈরি করে রেখে আবার পাহাড়ে অশান্তি ডেকে নিয়ে আসছেন। এক দেশের মধ্যে আরেক দেশ গড়ে তোলার স্বপ্ন তার কোন দিন বাস্তবায়িত হবে না।
×