ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘এমএসএন’ ছাড়াই শেষ ষোলোয় বার্সিলোনা

প্রকাশিত: ০৬:২৮, ২৩ ডিসেম্বর ২০১৬

‘এমএসএন’ ছাড়াই শেষ ষোলোয় বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ মাঠের লড়াইয়ে ছিলেন না বিখ্যাত ‘এমএসএন’ ত্রয়ী লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার। কিন্তু তাতে কি! এতে বার্সিলোনার অদম্য যাত্রাকে এবার আর রুখতে পারেনি পুঁচকে হারকিউলেস। স্প্যানিশ কোপা ডে রে ফুটবলের শেষ ৩২ এর দ্বিতীয় লেগের ম্যাচে কাতালানরা ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে অতিথি হারকিউলেসকে। বুধবার রাতে ন্যুক্যাম্পে বিশাল এই জয়ে আসরের শেষ ষোলোতে পৌঁছে গেছে বার্সিলোনা। বিজয়ী দলের হয়ে দুর্দান্ত হ্যাটট্রিক করেন তুর্কী মিডফিল্ডার আরডা টুরান। স্বাগতিকদের জয়ে একটি করে গোল করেন ইভান রাকিটিচ, রাফিনহা, পাকো আলকাসের ও লুকাস ডিনিয়ে। এর আগে গত ৩০ নবেম্বর হারকিউলেসের মাঠে প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। সেবারও বার্সার হয়ে খেলেননি এমএসএন। দুই লেগ মিলিয়ে ৮-১ গোলের বিশাল জয় বার্সিলোনার। প্রতিযোগিতামূলক ফুটবলে শেষ চার ম্যাচে ১৮টি গোল করল লুইস এনরিকের শিষ্যরা। প্রথম লেগে ড্র করায় ম্যাচটি বেশ গুরুত্বের সঙ্গে নেন বার্সা কোচ লুইস এনরিকে। ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে স্বাগতিকরা। নিজেদের সর্বশেষ ম্যাচে লা লীগায় ৪-১ ব্যবধানে এস্পানিওলকে হারানো দলের একাদশে নয়টি পরিবর্তন আনেন কাতালান কোচ। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, নেইমারদের আগেই বড়দিনের ছুটি দিয়েছেন এনরিকে। মার্ক-আন্দ্রে টের স্টেগানকে, আন্দ্রেস ইনিয়েস্তাদেরও মাঠে নামাননি তিনি। যার প্রভাবও লক্ষ্য করা যায়। প্রাধান্য বিস্তার করে খেললেও প্রথম ৩৫ মিনিট গোলের ঠিকানা খুঁজে পায়নি স্প্যানিশ পরাশক্তিরা। এ সময় অতিথিরা আরেকবার বার্সাকে রুখে দেয়ার স্বপ্ন বুনতে থাকে। কিন্তু ৩৭ মিনিটে হারকিউলেসের প্রতিরোধ ভেঙ্গে দেন বার্সার ফরাসী ডিফেন্ডার ডিনিয়ে। এরপর আর পিছনে তাকাতে হয়নি স্বাগতিকদের। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রাকিটিচ। অতিথি ডিফেন্ডার ফার্নান্ডো রোমান ডি বক্সে টুরানকে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। প্রথমার্ধে বেশ প্রতিরোধ গড়লেও বিরতির পর আর পাত্তাই পায়নি হারকিউলেস। অবশ্য এ অর্ধের শুরুতে আক্রমণ করে খেলতে থাকে তারা। সেটারই খেসারত দিতে হয় তাদের। ৫০ মিনিটে পাল্টা আক্রমণে ব্যবধানে বাড়ায় স্বাগতিকরা। রাফিনহ বাঁ পায়ের দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন। পাঁচ মিনিট পর আবার হারকিউলেসের জাল খুঁজে পায় বার্সা। আলেইস ভিডালের নিখুঁত ক্রসে দারুণ এক হেডে গোল উৎসবে যোগ দেন টুরান। ৭৩ মিনিটে আরেকটি দারুণ হেডে গোল করেন আলকাসের। বার্সিলোনার হয়ে স্প্যানিশ স্ট্রাইকারের এটাই প্রথম গোল। ৮৬ মিনিটে আরেকটি গোল পেতে পারতেন আলকাসের। তবে তার হেড কোনোমতে ফিরিয়ে দেন অতিথি গোলরক্ষক। ফিরতি বলে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন টুরান। ৮৯ মিনিটে কোনাকুটি শটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন তুরস্কের এ্যাটাকিং মিডফিল্ডার। প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা বার্সার লক্ষ্য আসরের ২৯তম শিরোপা। তবে এখনই এসব নিয়ে ভাবছেন না কোচ এনরিকে। খেলা শেষে তিনি বলেন, ম্যাচটি ছেলেরা যেভাবে খেলেছে তাতে আমি খুশি। আশা করছি পরের পর্বে এই ফলাফল আরও ভাল খেলতে অনুপ্রাণিত করবে। এই ম্যাচে বার্সার হয়ে প্রথম গোলের দেখা পেয়েছেন আলকাসের। গত ২৪ এপ্রিল লা লীগায় গেটাফের বিরুদ্ধে ভ্যালেন্সিয়ার জার্সিতে গোল করেছিলেন তিনি। এরপর মৌসুম শেষ হয়েছে, অনেক আলোচনা সৃষ্টি করে ৩০ মিলিয়ন ইউরোর বিনিময়ে আলকাসেরকে দলে টেনেছে বার্সা। কিন্তু কিছুতেই গোলের দেখা পাচ্ছিলেন না স্প্যানিশ ফুটবলার। পরশুর আগে ১১টি ম্যাচে খেলেছেন। গোলটাই করতে পারেননি। অবশেষে সব মিলিয়ে ৬৫০ মিনিট পর গোল পেয়েছেন প্রতিশ্রুতিশীল এই ফুটবলার। এদিকে নেইমারের গোলখরা নিয়ে চিন্তিত নন বলে জানিয়েছেন কোচ এনরিকে। তিনি বলেন, সত্যি বলতে কি, আমাদের দেখতে হবে অন্য মৌসুমে কত গোলে সে সহায়তা করেছিল। কারণ এ মৌসুমে নেইমার অনেক গোল সৃষ্টি করেছে।
×