ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাড়িচাপায় এক নারী নিহত

নিউমার্কেট ক্রসিংয়ে ট্রাফিক কনস্টেবলের মৃত্যু

প্রকাশিত: ০৫:৫৩, ২৩ ডিসেম্বর ২০১৬

নিউমার্কেট ক্রসিংয়ে ট্রাফিক কনস্টেবলের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর নিউমার্কেট ক্রসিংয়ে দায়িত্ব পালন করতে গিয়ে এক ট্রাফিক কনস্টেবলের মৃত্যু হয়েছে। উত্তরায় গাড়িচাপায় এক নারী নিহত হয়েছেন। এদিকে রাজধানীতে সিএনজিচালিত অটোরিক্সা চোরচক্রের ১২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। কলাবাগানে ভেজালবিরোধী অভিযানে অভিজাত সুইটস এ্যান্ড বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নিউমার্কেট ক্রসিংয়ে দায়িত্বরত অবস্থায় এক ট্রাফিক কনস্টেবলের মৃত্যু হয়েছে। নিহতের নাম বশির উদ্দিন (৪২)। তিনি ট্রাফিক দক্ষিণ বিভাগে কর্মরত ছিলেন। তার বাবার নাম হাবিবুর রহমান। গ্রামের বাড়ি পাবনা জেলার আমিনপুর উপজেলার রতনগঞ্জ গ্রামে। সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু ॥ ভোরে উত্তরার জসিমউদ্দিন ও রাজলক্ষ্মী মাঝামাঝি রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় অজ্ঞাত (৩০) এক নারী মৃত্যু হয়েছে। চোর চক্রের ১২ সদস্যকে গ্রেফতার ॥ রাজধানীতে সিএনজিচালিত অটোরিক্সা চোরচক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে মজিবর, তাহের, জাহাঙ্গীর, নয়ন, মোসলেম, শাহ আলম, ঈমান আলী, রহিম, আলাউদ্দিন, নাসির, বাহাদুর হাওলাদার ও আমিনুল ইসলাম। বুধবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫টি অটোরিক্সা সিএনজি ও চেতনানাশক ওষুধ উদ্ধার করা হয়। ৩০ হাজার টাকা জরিমানা ॥ ভেজালবিরোধী অভিযানে রাজধানীর কলাবাগান গ্রিন রোডের অভিজাত সুইটস এ্যান্ড বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। রাজধানীতে ছাদ থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু ॥ ভাষানটেকে হোস্টেলের ছাদ থেকে পড়ে ফৌজিয়া নওশীন আঁখি নামে এক কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত আঁখি আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ছাত্রী। বাবার নাম সার্জেন্ট আনোয়ার হোসেন। বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ থানার ভাষানদল গ্রামে। ভাষানটেক থানার এসআই আসিফ ইকবাল জানান, ফৌজিয়া ঢাকা সেনানিবাসের নিঝর আবাসিক এলাকার প্রজন্ম ছাত্রী নিবাসের চতুর্থ তলার ১২০২ নম্বর রুমে থাকত। হোস্টেলের সিকিউরিটি গার্ড সেলিমের মাধ্যমে সংবাদ পেয়ে ওই পুলিশ তার লাশ উদ্ধার করে। তিনি জানান, আঁখির মৃত্যুর ঘটনা যথেষ্ট সন্দেহ থাকায় ময়নাতদন্তের জন্য সন্ধ্যার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। দুই তরুণী আহত ॥ পুরনো ঢাকার ওয়ারীতে পাঁচতলা ভবন থেকে শাড়ি বেয়ে পালানোর সময় নিচে পড়ে গিয়ে মিমি (১৪) ও লাকী (১৮) নামে দুই গৃহকর্মী গুরুতর আহত হয়েছে। থানার ওসি জিহাদ হোসেন জানান, দুজনই ওয়ারী কমপ্লেক্সের পাঁচ তলায় শাহনাজ আলমগীরের গৃহকর্মী হিসেবে কাজ করত। ওসি জানান, ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন মিমি ও লাকি সুস্থ হলে ঘটনাটি জানা যাবে। ছিনতাই ॥ জুরাইনে দুই ভাইকে পিটিয়ে ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। আহতরা হচ্ছেন আজিজ খান ইমন (৩২) ও তার ভাই মোঃ জাবেদ খান (২৮)। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে।
×