ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিন ম্যাচ নিষিদ্ধ ভার্ডি

প্রকাশিত: ০৬:১৯, ২২ ডিসেম্বর ২০১৬

তিন ম্যাচ নিষিদ্ধ ভার্ডি

স্পোর্টস রিপোর্টার ॥ স্টোক সিটির বিপক্ষে লালকার্ড পাওয়ায় তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন লিচেস্টার সিটির ইংলিশ স্ট্রাইকার জেমি ভার্ডি। মঙ্গলবার ইংলিশ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এফএ এই সিদ্ধান্ত নেয়। এর ফলে প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়নদের দুশ্চিন্তাটাও আরও বেড়ে গেছে। গত মৌসুমে অসাধারণ খেলেছেন ভার্ডি। প্রতিপক্ষের জালে গোল করাটাকে একেবারে নিয়মিতই বানিয়ে ফেলেছিলেন তিনি। কিন্তু এ বছর আর সেই ফর্ম ধরে রাখতে পারেননি। গত তিনমাস কোন গোলের দেখা পাননি জেমি ভার্ডি। তবে সম্প্রতি ম্যানচেস্টার সিটির বিপক্ষে হ্যাটট্রিক করে স্বরূপে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন ২৯ বছর বয়সী এই তারকা ফুটবলার। কিন্তু শনিবার লালকার্ড পেয়ে আবারও তিন ম্যাচের জন্য ছিটপকে পড়েন তিনি। এর ফলে এ বছরে প্রিমিয়ার লীগে আর মাঠে নামা হচ্ছে না তার। আগামী সপ্তাহে এভারটন এবং ওয়েস্টহ্যামের বিপক্ষে তাকে ছাড়াই মাঠে নামবে ক্লদিও রানিয়েরির শিষ্যরা। শুধু তাই নয়, নতুন বছরের প্রথম সপ্তাহে মিডলসবোরোর বিপক্ষে ম্যাচেও খেলতে পারছেন না তিনি। জাতীয় এ্যাথলেটিক্স শুরু আজ স্পোর্টস রিপোর্টার ॥ ‘জয়যাত্রা ফাউন্ডেশন জাতীয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতা’র ৪০তম আসর আজ বৃহস্পতিবার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে। সকাল ৯টায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারপার্সন হেলেনা জাহাঙ্গীর। তিনদিনব্যাপী এই প্রতিযোগিতা শেষ হবে ২৪ ডিসেম্বর। মার্সেল মহিলা উশুতে সেনাবাহিনী চ্যাম্পিয়ন স্পোর্টস রিপোর্টার ॥ ‘মার্সেল জাতীয় মহিলা উশু প্রতিযোগিতা’র প্রথম আসরে বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সআপ হয়েছে বাংলাদেশ আনসার। সেনাবাহিনী ছয়টি স্বর্ণপদক লাভ করে। আনসার জেতে ৪টি স্বর্ণপদক। সেনাবাহিনীর ইসরাত (চানচুয়ান), রানী (দাউসু), ইসরাত (জিয়ানসু), সুমাইয়া (চিয়ানসু), মল্লিকা (তাইচি) ও মল্লিকা (তাইচিয়ান) স্বর্ণপদক জেতেন। অন্যদিকে আনসারের মর্জিনা (নানচুয়ান), মর্জিনা (নানদাও), শিলা (নানগুণ) ও প্রিয়া (কুনসু) স্বর্ণপদক লাভ করেন। জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে বুধবার বিকেলে পদক জয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
×