ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইঁদুরের কামড়ে...

প্রকাশিত: ০৫:৫৮, ২২ ডিসেম্বর ২০১৬

ইঁদুরের কামড়ে...

তিন মাসের শিশুকন্যাকে বাড়িতে রেখে বাইরে গিয়েছিলেন মা। যখন ফিরে এলেন, দেখলেন রক্তাক্ত বিছানায় পড়ে রয়েছে তার সন্তান। ইঁদুর কামড়ে খেয়ে নিয়েছে শিশুটির শরীরের বহু অংশ। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পূর্বাঞ্চলের ক্যাটলেহং এলাকায় এ ঘটনা ঘটেছে। তবে মায়ের সঙ্গে বাড়ির বাইরে থাকায় বেঁচে গেছে শিশুটির যমজ ভাই। এই খবর পেয়ে সন্তানের প্রতি অবহেলার অভিযোগে ২৬ বছর বয়সী ওই মাকে গ্রেফতার করেছে পুলিশ। ভয়ানক ওই দৃশ্য দেখে এসে এক প্রতিবেশী বলেন, ‘শিশুটি ভীষণ কষ্টের মধ্য দিয়ে মারা গেছে। বাচ্চাটির জিহ্বা, চোখ এবং হাতের আঙ্গুলগুলো খেয়ে ফেলা হয়েছিল। শুধু তাই নয়, শিশুটির বাকি শরীরেও ছিল ইঁদুরের ধারালো দাঁতের চিহ্ন। শরীরজুড়ে ছিল ক্ষত।’ ক্ষুব্ধ ওই প্রতিবেশী বলেন, ওই নারী মা হওয়ার যোগ্যই নন, তার অবশ্যই জেল হওয়া উচিত। ঘটনাটি প্রকাশ হওয়ার পর বাড়িটির চারপাশে জড়ো হন স্থানীয়রা। তাদের দাবি, তিন মাসের শিশুকন্যাকে বাড়িতে রেখে তার বাইরে যাওয়া ঠিক হয়নি। -ওয়েবসাইট।
×