ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেষ মুহূর্ত পর্যন্ত ভোটে থাকবে বিএনপি ॥ রিজভী

প্রকাশিত: ০৫:৪৮, ২২ ডিসেম্বর ২০১৬

শেষ মুহূর্ত পর্যন্ত ভোটে থাকবে বিএনপি ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ এবার নারায়ণগঞ্জবাসী ধানের শীষের পক্ষে রায় দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোট বর্জনের প্রশ্নই আসে না। নাসিক নির্বাচনে বিএনপি শেষ মুহূর্ত পর্যন্ত ভোটে থাকবে এটাই দলীয় সিদ্ধান্ত। রিজভী বলেন, নারায়ণগঞ্জে দৃশ্যত এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভাল ও শান্তিপূর্ণ থাকলেও জনমন থেকে অস্বস্তি ও শঙ্কা দূর হয়নি। সংশয়ের দোলাচলে ভুগছে সেখানকার মানুষ। আওয়ামী লীগ আমলে সব ধরনের নির্বাচন নিয়ে নিকট অতীত যেহেতু সুখকর নয়, সেহেতু মানুষের মধ্যে কিছুটা সংশয় থাকলেও, এ সংশয়ের মধ্যেও নির্বাচনে নারায়ণগঞ্জের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য প্রস্তুত। বিএনপির মুখপাত্র বলেন, সরকারের নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদের অংশ হিসেবেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নির্বাচনে ধানের শীষের পক্ষে জনগণ রায় দেবে। সেখানে ঐতিহাসিক ভোট বিপ্লব ঘটবে। কোন বাধাই ধানের শীষের জোয়ার ঠেকাতে পারবে না। সব ধরনের ভয়-ভীতি অতিক্রম করে ভোটাররা ভোটকেন্দ্রে যাবে বলে আমরা আশাবাদী। আর বিএনপির যারা পোলিং এজেন্ট আছেন, তারা কেউ সরে আসবেন না। ভোটের সময় শেষ না হওয়া পর্যন্ত ভোট নিশ্চিত করে সেখান থেকে ফিরে আসবেন। রিজভী বলেন, সুষ্ঠু ভোটের স্বার্থে নাসিক নির্বাচনে সব প্রার্থীর পোলিং এজেন্টরা যাতে নির্বিঘেœ দায়িত্ব পালন এবং ভোট গণনার সময় পোলিং এজেন্টরা যাতে উপস্থিত থাকতে পারে সে ব্যবস্থা করতে হবে। আমরা নির্বাচন কমিশনকে আরও আহ্বান জানাতে চাই সব পোলিং এজেন্টের দৃষ্টিসীমার মধ্যে খালি ও ব্যালট পেপার ভর্তি বাক্সগুলো যেন রাখা হয় এবং ভোট গণনার সময় যেন ব্যালট পেপার ভর্তি বাক্সগুলো উন্মুক্ত করতে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। রুহুল কবির রিজভী বলেন, আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি যে, সিটি কর্পোরেশন এলাকার আশপাশে ক্ষমতাসীন দলের ক্যাডাররা নাকি অবস্থান করবে। প্রত্যক্ষ না হলেও পরোক্ষ কায়দায় তারা বিভিন্নভাবে প্রভাব খাটানোর চেষ্টা করবে। ইতোমধ্যে কিছু কিছু এলাকায় তাদের আনাগোনার খবরও আমরা পাচ্ছি। তবে বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণের সময় সরকারের প্রভাব বিস্তারের কোন অপতৎপরতা দেখা গেলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে ভোটগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে। আর ভোট নিয়ে কোন ধরনের কারসাজি হলে নারায়ণগঞ্জের সাহসী ভোটাররা তা কঠোরহস্তে মোকাবেলা করবে। রিজভী বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন তাদের সাবেক অবস্থান থেকে সরে আসবে এবং মানুষকে নির্বিঘেœ ভোট দেয়ার পরিবেশ সৃষ্টি করবে। বিএনপি দৃঢ়ভাবে আশাবাদী নির্বাচন কমিশন শেষ বেলায় একটা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করবে। নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, আমরা দলের পক্ষ থেকে আবারও আহ্বান জানাই নাসিক নির্বাচনে ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখে যাতে ভোটাররা নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। রিজভী বলেন, বর্তমান সরকারের আমলে দেশে ইতোপূর্বে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে যে সন্ত্রাসের মহড়া দেশবাসী অবলোকন করেছে সেই পরিস্থিতি বিবেচনায় নিয়েই নাসিক নির্বাচনে ভোটারদের শঙ্কা থাকাটাই স্বাভাবিক। ভোটাধিকার মানুষের সহজাত অধিকার, গণতন্ত্রের প্রাণশক্তিই হচ্ছে নির্বাচন ও ভোট। সুতরাং মানুষের সহজাত অধিকার প্রয়োগকে কখনও দাবিয়ে রাখা যায় না। মানুষ তার হারানো অধিকার পুনরুদ্ধারে সব কালে ছিল অমিত শক্তির অধিকারী। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার অস্বীকৃতির পরিণামই হচ্ছে আমাদের স্বাধীনতা যুদ্ধ। জনগণের রায়কে তাচ্ছিল্য করা হয়েছিল বলেই মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু এখন স্বাধীন দেশেও অগণতান্ত্রিক শক্তির প্রেতাত্মারা মানুষের ভোটাধিকার কেড়ে নিতে দাপট দেখিয়ে চলেছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুল কাইয়ুম, আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা সেলিম ভূঁইয়া, এবিএম মোশাররফ হোসেন, মনির হোসেন, আবদুল আউয়াল খান, আবুল কালাম আজাদ প্রমুখ।
×