ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এক হাজার শয্যার আন্তর্জাতিক মানের ক্যান্সার হাসপাতাল নির্মাণ করা হবে ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৪৮, ২২ ডিসেম্বর ২০১৬

এক হাজার শয্যার আন্তর্জাতিক মানের ক্যান্সার হাসপাতাল নির্মাণ করা হবে ॥ নাসিম

স্টাফ রিপোর্টার ॥ দেশে এক হাজার শয্যাবিশিষ্ট একটি আন্তর্জাতিক মানের ক্যান্সার হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে এ নিয়ে কাজ শুরু করে দিয়েছে। সম্প্রতি চীন সফরকালে তিনি নিজেই সে দেশের সরকার ও উদ্যোক্তাদের কাছে বাংলাদেশে এ ধরনের একটি হাসপাতাল নির্মাণে সহায়তা চেয়েছেন বলে জানিয়ে মন্ত্রী বলেন, খুব শীঘ্রই চীনের একটি প্রতিনিধিদল হাসপাতাল নির্মাণে সমীক্ষা চালাতে বাংলাদেশে আসবে। এ ক্ষেত্রে দেশী-বিদেশী উদ্যোক্তাদেরও স্বাগত জানাবে সরকার। বুধবার রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল আয়োজিত ‘বিজয়ের মাস ও ফ্রি ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। ক্যান্সার হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ মোয়াররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এমপি, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য রাখেন ক্যান্সার হাসপাতালের রেডিয়েশন অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মফিজুর রহমান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করতে শিল্পপতি ও ব্যবসায়ীদেরও এগিয়ে আসা উচিত। তাঁরা যদি নিজ উদ্যোগে সরকারী হাসপাতালে একটি ল্যাবরেটরি বা একটি ওয়ার্ড নির্মাণ করে দেন অথবা একটি আধুনিক মেশিন ডোনেট করেন তবে তাঁদের দেশের গরিব মানুষই উপকৃত হতো। মোহাম্মদ নাসিম বলেন, দেশের স্বাস্থ্যখাতে বিদ্যমান সব সমস্যার সমাধানে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এদেশের স্বাস্থ্যখাতকে বিশ্বে রোল মডেল হিসাবে প্রতিষ্ঠিত করতে সবকিছু করা হবে। স্বাস্থ্যখাতের সংস্কারই এখন মূল লক্ষ্য। হাসপাতালকে তীর্থস্থান মনে করে মানুষকে সেবা দিতে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সর্বোচ্চ নিষ্ঠার সাথে রোগীদের সেবা দিন। নিজের ঘরবাড়ির যতœ নিতে পারলে কর্মস্থল হাসপাতালেরও যতœ নিতে কেন পারবেন না? যে যন্ত্রপাতি দিয়ে রোগীর সেবা দিবেন সেই যন্ত্র সবসময় যেন সচল থাকে সেদিকে খেয়াল রাখবেন। নিয়মিত হাসপাতাল চত্বর, টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ক্যান্সার হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ মোয়াররফ হোসেন বলেন, ক্যান্সার চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় আক্রান্ত ব্যক্তি শুধু ভেঙ্গে পড়েন না, পুরো পরিবারই আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে যায়। বর্তমানে দেশে ক্যান্সার চিকিৎসার উন্নত ব্যবস্থা রয়েছে। রেডিও থেরাপি, কেমোথেরাপি ও সার্জারির মাধ্যমে ক্যান্সারের উন্নত চিকিৎসা চলছে।
×