ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে ক্লিনিক ল্যাবের জরিমানা

প্রকাশিত: ০৫:২৭, ২২ ডিসেম্বর ২০১৬

ময়মনসিংহে ক্লিনিক ল্যাবের জরিমানা

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ রক্ত ও হরমোন পরীক্ষায় মেয়াদোত্তীর্ণ রি এজেন্ট ব্যবহারের অভিযোগে ময়মনসিংহ শহরের পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ল্যাবএইড, সেফওয়ে, পিওর ডায়াগনস্টিক সেন্টারসহ নামীদামী ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারকে মোটা অঙ্কের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সারোয়ার আলম স্থানীয় সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও নাগরিক নেতৃবৃন্দসহ সুধীজনকে জানান, এসব ক্লিনিক ও ল্যাব রোগীর সঙ্গে প্রতিনিয়ত প্রতারণাসহ জীবন নিয়ে ছিনিমিনি করে আসছে। কলেজ জাতীয়করণ দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ওসমানীনগর উপজেলার তাজপুর ডিগ্রী কলেজ জাতীয়করণের দাবিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা বুধবার দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। মানববন্ধন শেষে কলেজ ক্যাম্পাসে এক সভা অনুষ্ঠিত হয়। সৈয়দ আব্দুল মুতাকাব্বিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনু মিয়, কলেজ গবর্নিং বডির সদস্য আব্দাল মিয়া, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক খায়রুল আবেদীন চৌধুরী, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আশুতোষ রঞ্জন দাশ। সভায় উপজেলার প্রাচীনতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান তাজপুর ডিগ্রী কলেজকে অবিলম্বে জাতীয়করণের দাবি জানিয়ে বক্তারা বলেন, উচ্চ শিক্ষার ক্ষেত্রে অবদান রাখছে তাজপুর ডিগ্রী কলেজ। আইসিবিএমইএসএস সম্মেলন শুরু উত্তরা ইউনিভার্সিটি, অগউওঝঅ ও এইগঋ, টঝঅ-এর যৌথ উদ্যোগে ২১ ডিসেম্বর হতে ২৩ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ‘বিজনেস ম্যানেজমেন্ট, ইকোনমিক্স এ্যান্ড সোশ্যাল সায়েন্স-আইসিবিএমই এসএস-২০১৬’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ঢাকার একটি হোটেলে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, এমপি। সভাপতিত্ব করেন উত্তরা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. ইয়াসমিন আরা লেখা, প্রো-ভাইস চ্যান্সেলর, উত্তরা ইউনিভার্সিটি; নাওমি ওয়াটানাবে, লেখক, পরিচালক, সীপ আইচি মেডিক্যাল সার্ভিসেস, ঢাকা; প্রফেসর ড. জিয়াউল হক, কলেজ অব বিজনেস এড., ইউনিভার্সিটি অব নেবরাস্কা, ওমাহা, ইউএসএ; প্রফেসর লক্ষণ আর ওয়াটাওয়ালা, প্রেসিডেন্ট এ্যামডিসা এবং প্রেসিডেন্ট আসিপিএম, কলম্বো, শ্রীলঙ্কা। স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. নজরুল ইসলাম, কনভেনর, অর্গানাইজিং কমিটি, আইসিবিএমইএসএস এবং ডিন, স্কুল অব বিজনেস, উত্তরা ইউনিভার্সিটি। সম্মেলনে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ভারত, দক্ষিণ কোরিয়া, নেপাল, শ্রীলঙ্কা, চীন, মালদ্বীপ, লাটভিয়া, বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিশিষ্ট গবেষক, অর্থনীতিবিদ উপস্থিত হয়েছেন। -বিজ্ঞপ্তি
×