ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত পাঁচ

প্রকাশিত: ০৫:২৬, ২২ ডিসেম্বর ২০১৬

সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত পাঁচ

জনকণ্ঠ ডেস্ক ॥ মীরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে দুই শ্রমিক, পাটগ্রামে ভ্যানচালক ও মাধবপুরে ট্রাকচালক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো খবর : মীরসরাই, চট্টগ্রাম ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর। তার নাম আবু বক্কর সিদ্দিক (১৫)। সে সরকারহাট এনআর উচ্চ বিদ্যালয়ের ছাত্র। মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের খৈয়াছড়া ঝর্ণা রাস্তার সম্মুখে চয়েস পরিবহনের বাসের চাপায় তার মৃত্যু হয়। নিহত আবু বক্কর ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর তাকিয়াপাড়া এলাকার কৃষক দুলালের ছেলে। নীলফামারী ॥ আলুসহ বস্তাভর্তি ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছে। আরেক শ্রমিক আহত হয়। বুধবার ভোরে কিশোরীগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকার পুকুরপাড়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত শ্রমিক দুইজন হলো ওই ইউনিয়নের কবিরাজপাড়া গ্রামের কালা মাহমুদের ছেলে জামিয়ার রহমান (২৬) ও একই গ্রামের সামছুল হক গাঠুর ছেলে আব্দুর রশিদ (২৭)। আহত অপর শ্রমিক ইউনিয়নের থেথতেরীপাড়া গ্রামের বজরু মাহমুদের ছেলে ইউনুছ আলীকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লালমনিরহাট ॥ পাটগ্রাম উপজেলার মির্জাকোট সরেওর বাজারে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক মন্টু শেখ (৪৫) নিহত হয়েছে। এই সময় দুইজন গুরুতর আহত হয়। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত সাড়ে ৯টায়। ট্রাকটি ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে ধাক্কা দেয়। মাধবপুর, হবিগঞ্জ ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বাকসাইরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে গেলে চালক সাগর মিয়া (২২) মারা যায়। বুধবার সকালে এ ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক সাভার উপজেলার আমিন বাজার এলাকার মফিজুল ইসলামের ছেলে।
×