ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কথা রাখতে পারিনি;###;এম মনসুর আলী

সমাজ ভাবনা ॥ বিষয় ॥ বছর শেষের হিসাবনিকাশ

প্রকাশিত: ০৫:১৬, ২২ ডিসেম্বর ২০১৬

সমাজ ভাবনা ॥ বিষয় ॥ বছর শেষের হিসাবনিকাশ

বিদায় নিতে যাচ্ছে ২০১৬ সাল। আর কয়েকটা দিন বাকি। আবার শুরু হবে নতুন বছর। নতুন বছর এলেই ছোটবেলার কথা খুব মনে পড়ে যায়। তখন আমাদের কাছে নতুন বছর মানে ছিল নতুন ক্লাসে ওঠা। নতুন স্কুল-ইউনিফর্ম পরা। নতুন বই-খাতা হাতে পাওয়া। চারদিকে শীত-কুয়াশার চাদর জড়িয়ে আমাদের নিভৃত পল্লীর বুকে নেমে আসত নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আনন্দ আর আশা নিয়ে আসত দিনটা। নবী হোসেনের আইসক্রিমের মতো মজাদার ও রঙিন ছিল দিনগুলো। মনে হতো, নতুন বছর থেকে সবকিছু ভাল হবে। তারপর যখন নীরবে বৃক্ষের মতো বড় হয়ে গেলাম। তখন অবাক হয়ে দেখলাম, নবী হোসেনের আইসক্রিমের মতো মজাদার ও রঙিন দিন হয় না। দেখলাম, নতুন বছরটা আসলে নতুন নয়। ক্যালেন্ডারের পাতা ওল্টানো ছাড়া আর কিছু নয়। একটা দিনের পর আরেকটা দিন মাত্র। সাংসারিক দায়দায়িত্ব, বাচ্চাদের পড়াশোনার চাপ, রাস্তায় যানজট, নিত্যদিনের ঝামেলা, সামাজিক দ্বন্দ্ব, রাজনৈতিক অস্থিরতা, মনে চাপা কষ্ট- এসব কিছু কি শেষ হয়ে যায় পুরনো বছরের সঙ্গে? গোটা পৃথিবী যে ‘হ্যাপি নিউ ইয়ার’ বলে চিৎকার করে ওঠে, আসলে সুখটা (হ্যাপিনেস) কোথায়? নিত্যদিনের ঝামেলা, সামাজিক দ্বন্দ্ব, রাজনৈতিক অস্থিরতা, চাওয়া পাওয়ার কষ্ট কি নতুন বছরের পদতলে চাপা পড়ে যায়? তাহলে হ্যাপি নিউ ইয়ারের নামে উৎসব করে এত ডলার ব্যয় কেন? বিদায়ী বছরে কার লাভ কার ক্ষতি হলো জানি না। তবে লেখালেখির ভূত আমার ঘাড়ে এতই চেপে বসেছিল যে, অযত্ন, অবহেলায় ব্যবসাটা আমার কঙ্কালসার, নিবু নিবু অবস্থা। পুরোটা বছর নিজের সঙ্গে কথা দিয়ে কথা রাখতে পারিনি। সরাইল, ব্রাহ্মণবাড়ীয়া থেকে
×