ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বান্দরবানের ঐতিহ্যবাহী রাজ পুণ্যাহ আজ শুরু

প্রকাশিত: ০৬:০০, ২১ ডিসেম্বর ২০১৬

বান্দরবানের ঐতিহ্যবাহী রাজ পুণ্যাহ আজ শুরু

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ২০ ডিসেম্বর ॥ রাজকর আদায়ের উৎসব ১৩৯তম রাজ পুণ্যাহ মেলা বুধবার (আজ) সকাল থেকে শুরু হচ্ছে। মেলাকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে বোমাং রাজ পরিবার। বোমাং রাজ পরিবার সূত্রে জানা গেছে, বান্দরবানের স্থানীয় রাজার মাঠে ২১ থেকে ২৩ ডিসেম্বর তিন দিনব্যাপী এই মেলা শুরু হচ্ছে বুধবার সকাল থেকে। মেলায় প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি থাকবেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর, জোন কমান্ডার, তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, বোমাং রাজা ও স্থানীয় রাজনৈতিক নেতারা। মেলাকে ঘিরে জেলার ১১টি আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যম-িত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। নদীতে ঝাঁপ দিয়ে প্রেমিকার আত্মহত্যা স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ প্রেমিকের সঙ্গে রাগ করে এক স্কুলছাত্রী ব্রিজ থেকে তুরাগ নদে ঝাঁপ দিয়ে মঙ্গলবার আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম শামিমা আক্তার লিমা (১৪)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকার আব্দুল জলিলের মেয়ে এবং এমএ কদ্দুস উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি হতে মঙ্গলবার দুপুরে মোটরসাইকেলে চড়ে শামিমা আক্তার লিমা এক যুবকের সঙ্গে চান্দনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। পথে মোটরসাইকেলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা ব্রিজের উপর দাঁড়ায়। তারা ওই ব্রিজে দাঁড়িয়ে প্রায় দুই ঘণ্টা কথাবার্তা বলে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ॥ খাদ্যমন্ত্রী স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিশ্বে চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান চতুর্থ। ১৯৯৬ পর্যন্ত দেশে ৪০ লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর থেকে প্রতিবছর সর্বোচ্চ ২২ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ থাকে। আগে বিদেশ থেকে চাল আমদানি করা হতো। বর্তমানে এদেশ থেকে চাল রফতানি হচ্ছে। আমাদের খাদ্যে আর কোন ঘাটতি নেই। খাদ্যমন্ত্রী মোঃ কামরুল ইসলাম মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে আমন চাল সংগ্রহ, খাদ্যবান্ধব কর্মসূচী বিষয়ে খাদ্য বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। তিনি বলেন, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে খাদ্য সংগ্রহ, সংরক্ষণ করাসহ সকল তথ্য অনলাইন সিস্টেমে নিয়ে আসার কার্যক্রম শুরু হয়েছে। এ কর্মসূচীর উদ্বোধন হবে আগামী মার্চ-এপ্রিলের মধ্যে। খাদ্য বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠানে খাদ্য বিভাগের মহাপরিচালক বদরুল হাসান, চট্টগ্রাম জেলা প্রশাসক সামসুল আরেফিনসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বীজ সংরক্ষণে প্রশিক্ষণ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২০ ডিসেম্বর ॥ চাষী পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ বিষয়ে কৃষকের প্রশিক্ষণ ও বোরো বীজ প্রদর্শনী মঙ্গলবার বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রশিক্ষক ছিলেন, উপজেলা কৃষি অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক সফিকুল। দিনব্যাপী এ প্রশিক্ষণে এলাকার ৬০ কৃষক অংশ নেন। নিজের পাতা ফাঁদেই মৃত্যু স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দুর্গাপুরে বোরো বীজতলায় ইঁদুর মারতে পাতানো ফাঁদে বিদ্যুতস্পৃষ্ট হয়ে জয়নুদ্দিন ম-ল (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বাদইল গ্রামে এ ঘটনা ঘটে। জয়নুদ্দিন ম-ল ওই গ্রামের দায়েম উদ্দিনের ছেলে। জানা যায়, ইঁদুরের হাত থেকে বোরোর বীজতলা রক্ষা করতে জমিতে জিআই তার দিয়ে বিদ্যুতায়িত করে দেন জয়নুদ্দিন ম-ল। ওই তারে জড়িয়ে একটি ইঁদুর মারা পড়ে। কিন্তু লাইন বিছিন্ন না করে ওই ইঁদুর সরাতে গিয়ে নিজেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
×