ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

১৫ জানুয়ারি শুরু হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম

প্রকাশিত: ০৫:৫৮, ২১ ডিসেম্বর ২০১৬

১৫ জানুয়ারি শুরু হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম

স্টাফ রিপোর্টার ॥ আগামী ১৫ জানুয়ারি শুরু হচ্ছে ২০১৭ সালের হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম। তার আগেই এ সংক্রান্ত প্রতিটি বিভাগের কর্মকর্তা-কর্মচারিদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে মঙ্গলবার প্রাক-নিবন্ধন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী সভায় এ তথ্য জানান ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান। ই-হজের তথ্যপ্রযুক্তি সহায়তাকারী প্রতিষ্ঠান বিজনেস অটোমেশানের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হাসান মিতুল ও সিইও বজলুল হক বিশ্বাস অংশগ্রহণকারীদের বিশেষ দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় তারা জানান, ২০১৬ সালের প্রাক-নিবন্ধিতরা আগামী বছরের হজে অগ্রাধিকার পাবেন। চলতি বছরের প্রায় ৪০ হাজার প্রাক-নিবন্ধিত হজযাত্রী রয়েছেন। চলতি বছর প্রথমবারের মতো ‘হজ ই-সার্ভিস’-এর আওতায় হজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধন ব্যবস্থা চালু করে সরকার। ধর্মমন্ত্রীর উপস্থিতিতে বিজনেস অটোমেশান ঘোষণা দেয়- আগামী হজের ক্ষেত্রেও জেলা প্রশাসক অফিস, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়, পৌর ডিজিটাল সেন্টার, সিটি কর্পোরেশন ডিজিটাল সেন্টার, হজ পরিচালকের অফিস ও হজ এজেন্সি থেকে প্রাক-নিবন্ধন করা যাবে। প্রাক-নিবন্ধন করতে জাতীয় পরিচয়পত্র, (১৮ বছরের কম হলে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে জন্ম নিবন্ধন সনদ), পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মোবাইল ফোন নম্বর প্রয়োজন হবে। চলতি বছর সরকারী ব্যবস্থাপনায় হজযাত্রীরা ৩০ হাজার টাকা এবং বেসরকারী ব্যবস্থাপনায় হজযাত্রীরা ৩০ হাজার ৭৫২ টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন করেন। এরপর হজ প্যাকেজের বাকি টাকা জমা দিয়ে নিবন্ধন করে এ বছর বাংলাদেশের নাগরিকরা হজে যান। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আব্দুল জলিল ম-ল, হজ অফিসার ড. আবুল কালাম আজাদসহ অন্যান্যরা।
×