ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

সাধনা প্রযোজিত কালচৌতিশা নাটকের উদ্বোধনী মঞ্চায়ন

প্রকাশিত: ০৫:৪৬, ২১ ডিসেম্বর ২০১৬

সাধনা প্রযোজিত কালচৌতিশা নাটকের উদ্বোধনী মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার ॥ সন্ত্রস্ত সময়ের ভাষ্য দেয়া এক নাটক কালচৌতিশা। পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় ব্যক্তির মনোজগতের পরিবর্তনের সাক্ষ্য হয়ে ধরা দিয়েছে প্রযোজনাটির গল্পে। প্রযোজনাটি মঞ্চে এনেছে উপমহাদেশীয় সংস্কৃতি প্রসার কেন্দ্র সাধনা। নাটকটি রচনা করেছেন শাহমান মৈশান। নির্দেশনা দিয়েছেন রিয়াজ মাহমুদ। শিল্প-নির্দেশনা দিয়েছেন লুবনা মারিয়াম। মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হয়। সন্ত্রস্ত সময়ের ব্যাকরণ হলো কালচৌতিশা নাটক। পুঁিজবাদী বিশ্ব ব্যবস্থায় নারী ও পুরুষের লিগাল ও স্পিরিচুয়াল সম্পর্কের মানচিত্র বোঝা যায় এর মাধ্যমে। অন্যদিকে সন্ত্রস্থ সময়ের থাবা ব্যক্তির একান্ত ভুবনে কী অভিঘাত সৃষ্টি করে সেটিও উপলব্ধির সুযোগ ঘটিয়ে দেয় প্রযোজনাটি। ধনবাদী রাজনৈতিক-অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে তাড়িত ব্যক্তি ও একগুচ্ছ ব্যক্তির তোলপাড় করা মনোজগতের দীর্ণ চিত্রও ফুটিয়ে তোলে এই নাটক। তথাপি বর্তমান সময়ের করাল থাবায় বিদীর্ণ ব্যক্তির বিচ্ছেদ ও পলায়নপরতার পরও থেকে যায় জীবনের স্বপ্ন। সেই স্বপ্নের বয়ানও এই নাটক। সব মিলিয়ে চলমান সময়, ব্যক্তি ও পৃথিবীর তদন্তযোগ্য জীবনের ধারাভাষ্য হয়ে উঠেছে প্রযোজনাটির কাহিনী। শেষ পর্যন্ত ব্যর্থতার ভেতর থেকেও জাগিয়ে তোলে আশাবাদের স্বপ্ন। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আশিক রহমান লিয়ন, কাজী তামান্না হক সিগমা, কামরুল ইসলাম মারুফ, নাজমুল হুদা শাকির, তানভীর নাহিদ খান, শাহারুল ইসলাম কাজল, হাফিজুল ইসলাম উজ্জ্বল, আফজাল কবীর, শাকিলা সিমকি, অমিত চৌধুরী, শাম্মি আক্তার প্রমুখ। কোরিওগ্রাফি করেছেন অমিত চৌধুরী। সংগীত পরিকল্পনা ও প্রয়োগ করেছেন নির্ঝর চৌধুরী, রোকন ইমন ও মাহমুদুল হাসান প্রধান এবং ভিডিওগ্রাফি করেছেন মারুফ রায়হান। শাকিলের কবিতার আবৃত্তি এ্যালবাম ‘রাতের এপিটাফ’ ॥ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর পরিচয়ের বাইরেও মাহবুবুল হক শাকিলের আরেক পরিচয় হলো কবি। সৃষ্টিশীলতার ভুবনে বিচরণ করা মানুষটির অন্তহীন অনুরাগ ছিল কবিতার প্রতি। আর কবিতা লেখার সেই তাড়নায় ইতোমধ্যে প্রকাশিত হয়েছে দু’টি কাব্যগ্রন্ত। তাঁর ইচ্ছা ছিল জন্মদিনে প্রকাশিত হবে তাঁর কবিতায় সাজানো আবৃত্তির একটি এ্যালবাম। সদ্য প্রয়াত এই কবি না থাকলেও মঙ্গলবার তাঁর ৪৮তম জন্মদিনে বেরিয়েছে সেই আবৃত্তির সংকলনটি। ‘রাতের এপিটাফ’ শিরোনামের এ্যালবামটি প্রকাশিত হলো এদিন বিকেলে। এ্যালবামটিতে খ্যাতিমান তিন আবৃত্তিশিল্পী আসাদুজ্জামান নূর, জয়ন্ত চট্টোপাধ্যায় ও শিমুল মুস্তাফা। আবৃত্তির সিডিটি প্রকাশ করেছে পিবিএস লিমিটেড। মঙ্গলবার বিকেলে শান্তি নগরের পিবিএস ভবনে এ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী ও এ্যালবামটির কণ্ঠশিল্পী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম। সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন পিবিএসের পরিচালক কামরুল হাসান শায়ক। অনুষ্ঠান সঞ্চালনা করেন অন্যপ্রকাশের প্রকাশক মাজহারুল ইসলাম। অধ্যাপক আনিসুজ্জামান বলেন, মাহবুবুল হক শাকিলের এই আকস্মিক মৃত্যু শোক সবাইকে এতটাই আচ্ছন্ন করেছে যে আমরা তাঁর জন্মদিনের কথা ভুলে যাচ্ছি। তাঁর কবিতার আবৃত্তি এ্যালবাম প্রকাশিত হচ্ছে অথচ আমরা আনন্দ করতে পারছি না। একজন মানুষ যখন গভীরভাবে অন্যের হৃদয়কে স্পর্শ করে তখনই এমনটা হয়। শাকিলের কবিসত্তার উল্লেখ করে আনিসুজ্জামান বলেন, তাঁর সমস্ত অনুভূতি ও প্রকাশের মধ্যে আমরা একজন প্রকৃত কবিকে খুঁজে পেয়েছি। এ পর্যন্ত তাঁর দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। আগামী অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হবে তৃতীয় কাব্যগ্রন্থটি। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এই মানুষটি সবাইকে ভালবাসতে জানত। কাব্যগ্রন্থের মাধ্যমেই আরও অনেক বেশি মানুষের সঙ্গে সংযোগ ঘটবে শাকিলের। আসাদুজ্জামান নূর বলেন, আজাকের এই আবৃত্তি এ্যালবামের প্রকাশনার তারিখটিও নির্ধারণ করে রেখেছিলেন শাকিল। তাঁর হৃদয়ের গভীরে ছিল কবিতার স্থান। শুধু প্রেম, বিরহ বা আত্মহনন নয়, দেশপ্রেমের কথাও আছে শাকিলের কবিতায়। তিনি কতটুকু সৃজনশীলতার সাক্ষর রেখেছেন সাহিত্যের বিবেচনায় এক সময় তার মূল্যায়ন হবে। সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, শাকিলের এই আকস্মিক চলে যাওয়াটা এখনও যেন বিশ্বাস হয় না। সে অসাধারণ বা ভাল কবিতা লিখেছেÑ এই বিবেচনায় নয়, বরং ব্যক্তিগত সম্পর্কের কারণেই আমি তাঁর কবিতার এ্যালবামে কণ্ঠ দিয়েছি। সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, শাকিলের জন্ম দিনে এই আবৃত্তির এ্যালবামটি তাঁর জন্য একটি উপহার হয়ে রইল। নিজের কবিতায় বিন্যাসিত এই আবৃত্তির এ্যালবামটি নিয়ে সে অনেক উচ্ছ্বসিত ছিল। তবে শাকিল না থাকায় সেই উচ্ছ্বাসের মধ্যে ভর করেছে বেদনার আবরণ। তিনি আরও বলেন, শাকিল ছিল একজন প্রাণবন্ত মানুষ। স্বপ্ন দেখা এমন একজন মানুষকে সহজে ভোলা যায় না। আশা করি, কবিতার মাধ্যমেই সে পুনঃজাগ্রত হবে। উদীচীর ২০তম জাতীয় সম্মেলন শুরু কাল ॥ ‘জনতার ঐক্য দানবের দম্ভ ভাঙবেই’ সেøাগানে কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর তিন দিনব্যাপী ২০তম জাতীয় সম্মেলন। ওইদিন বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মেলনের উদ্বোধন করবেন প্রথম শহীদ মিনারের অন্যতম রূপকার ডাঃ সাঈদ হায়দার। এ সময় বের করা হবে শোভাযাত্রা। পরের দুই দিন ২৩ ও ২৪ ডিসেম্বর সন্ধ্যায় কাজী বশির মিলনায়তন (ঢাকা মহানগর নাট্যমঞ্চ, গুলিস্তান)-এ অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠানমালা।
×