ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বড় ইনিংস খেলতে চান আশরাফুল

এনসিএলের চতুর্থ রাউন্ড শুরু আজ

প্রকাশিত: ০৬:০১, ২০ ডিসেম্বর ২০১৬

এনসিএলের চতুর্থ রাউন্ড শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন এলইডি টিভি ১৮তম জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) চতুর্থ রাউন্ড শুরু হচ্ছে আজ। চারদিনের খেলায় চতুর্থ রাউন্ডে প্রথম টায়ারে খুলনা বিভাগের মুখোমুখি হবে বরিশাল বিভাগ। ম্যাচটি বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত হবে। ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রো মুখোমুখি হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে। আর দ্বিতীয় টায়ারে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে লড়াই করবে রংপুর বিভাগ। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মুখোমুখি হবে রাজশাহী বিভাগ ও সিলেট বিভাগ। এবার ঢাকা মেট্রোর মোহাম্মদ আশরাফুল বড় ইনিংস খেলতে চান। লীগের তিনটি রাউন্ড এরইমধ্যে শেষ হয়ে গেছে। গত ২৫ সেপ্টেম্বর শুরু হয়েছিল লীগ। কিন্তু বৃষ্টির বাধায় পড়ে তিন রাউন্ডের পর আর খেলা হয়নি। বৃষ্টির বাধার সঙ্গে আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজ ছিল। এরপর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হলো। লম্বা বিরতি শেষে আজ আবার লীগ শুরু হচ্ছে। লীগে এখন প্রথম টায়ারে বরিশাল বিভাগ সবচেয়ে বেশি ২৩ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে। দ্বিতীয় স্থানে খুলনা (১৯ পয়েন্ট), তৃতীয় স্থানে ঢাকা মেট্রো (১৫ পয়েন্ট) ও চতুর্থ স্থানে ঢাকা বিভাগ (১৩ পয়েন্ট) রয়েছে। আর দ্বিতীয় টায়ারে রাজশাহী বিভাগ ৩৩ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে রংপুর (২৮ পয়েন্ট), তৃতীয় স্থানে সিলেট (১৯ পয়েন্ট) ও চতুর্থ স্থানে চট্টগ্রাম (১৮ পয়েন্ট) রয়েছে। প্রতিটি দলের মোট ছয়টি করে ম্যাচ খেলার সুযোগ থাকছে। প্রতিটি দলেরই তিনটি করে ম্যাচ শেষ হয়ে গেছে। বাকি আছে তিনটি করে ম্যাচ। ৬ জানুয়ারি শেষ হয়ে যাবে লীগ। এই লীগে আশরাফুলের দল ঢাকা মেট্রো তিনটি ম্যাচ খেললেও তিনি একটি ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন। প্রথম ইনিংসে ২৬ রান ও দ্বিতীয় ইনিংসে ২ রান করেন। এবার বড় ইনিংস খেলতে চান আশরাফুল। অনুর্ধ-১৯ দলের বিপক্ষে কয়েকদিন আগেই শতক করা আশরাফুল সোমবার জানিয়েছেন, ‘বিপিএলের সময় আমি অনেক ম্যাচই খেলেছি। নারায়ণগঞ্জ লীগে চারটা ম্যাচ খেলেছি। সিরাজগঞ্জে একটা টি২০ টুর্নামেন্ট হলো। অনুর্ধ-১৯ দলের সঙ্গে একটা ম্যাচ খেললাম। ওভারঅল এই ম্যাচগুলো আমার উপকারে এসেছে। আবার জাতীয় লীগ শুরু করব। এর আগেই প্রায় ১০-১২টা ইনিংস খেলেছি, কয়েকটা ভাল ইনিংসও ছিল। যেখান থেকে জাতীয় লীগ শুরু করেছিলাম ওখান থেকে আমি অনেক ভাল শেপে আছি। আমার বিশ্বাস কাল (আজ) যদি ভাল শুরু করতে পারি, তবে বড় ইনিংস খেলতে পারব। ফতুল্লায় ঢাকা-রাজশাহী ম্যাচে একবার একটা সেঞ্চুরি করেছিলাম। পরের ইনিংসে ফিফটি করে ম্যাচ জেতাই। তো ওইটা আমার একটা বেস্ট ইনিংস ছিল। আমার পরিচিত মাঠ, উইকেট ভাল, আউটফিল্ড ভাল। চেষ্টা করব সেট হতে পারলে যেন বড় ইনিংস খেলার।’
×