ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় পৌর মেয়র লঙ্ঘন করছেন ইমারত নির্মাণ বিধি

প্রকাশিত: ০৪:০৭, ২০ ডিসেম্বর ২০১৬

কুষ্টিয়ায় পৌর মেয়র লঙ্ঘন করছেন ইমারত নির্মাণ বিধি

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৯ ডিসেম্বর ॥ ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করে শুধু বাণিজ্যিক উদ্দেশে কুষ্টিয়া শহরের প্রধান সড়ক ঘেঁষে বহুতল ভবনের শপিং কমপ্লেক্স নির্মাণ করছে কুষ্টিয়া পৌরসভা। যানবাহন পার্কিং ব্যবস্থা ছাড়াই শহরের প্রাণকেন্দ্রে জনবহুল এলাকার প্রধান সড়ক ঘেঁষে বহুতল ভবনের মার্কেট নির্মাণের ফলে একদিকে যানজটে নাকাল শহরবাসীর দুর্ভোগ আরও বাড়বে অন্যদিকে ঘটবে শহরের সৌন্দর্যহানি। এদিকে মার্কেট নির্মাণের বিরোধিতা করে শহরের সচেতন ও দায়িত্বশীল নাগরিকের অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। খোঁজ নিয়ে জানা যায়, শহরের প্রধান সড়কের (এনএস রোড) গা ঘেঁষে কুষ্টিয়া ইসলামিয়া ডিগ্রী কলেজের প্রধান গেট থেকে চাঁদ সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গেট পর্যন্ত প্রায় দীর্ঘ ৩শ’ ফুট লম্বা চারতলা ভবনের শপিং কমপ্লেক্স নির্মাণের কাজ চলছে। কোন রকম যানবাহন পার্কিং ব্যবস্থা ছাড়াই চলতি ডিসেম্বর মাসের শুরুতে মার্কেট নির্মাণ কাজ শুরু হয়। প্রধান সড়ক ঘেঁষে বহুতল এ মার্কেট নির্মাণের ফলে যানজটে শহরবাসীর দুর্ভোগ আরও প্রকট আকার ধারণ করবে এবং শহরের সৌন্দর্যহানি ঘটবে বলে শহরবাসী অভিমত ব্যক্ত করেন। শহরের প্রধান সড়ক সংলগ্ন ব্যক্তি মালিকানাধীন লাভলী টাওয়ার, আগা ইউসুফ মার্কেট ও ইব্রাহিম প্লাজায় যানবাহন পার্কিং সুবিধা থাকলেও শহরবাসীর পরিসেবা সংস্থা কুষ্টিয়া পৌরসভার মেয়র ইমারত নির্মাণ আইন উপেক্ষা করছেন বলেও তারা অভিযোগ করেন। এদিকে গত ১১ ডিসেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় পৌরসভার মেয়রের উপস্থিতিতে মুক্তিযোদ্ধা সংসদ কুষ্টিয়ার জেলা কমান্ডার নাছিম উদ্দিন আহম্মেদ ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহম্মেদ মিন্টু প্রধান সড়ক ঘেঁষে মার্কেট নির্মাণের তীব্র বিরোধিতা করেন। তারা দুজনই শহরের প্রকট যানজট ও জনদুর্ভোগের বিষয়টি উল্লেখ করে সুবিধাজনক অন্য যে কোন স্থানে মার্কেট নির্মাণের জোর দাবি করেন। মুক্তিযোদ্ধা কমান্ডার নাছিম উদ্দিন বলেন, ১৮৬৯ সালে স্থাপিত কুষ্টিয়া পৌরসভার লোকসংখ্যা ও পরিধি পূর্বের তুলনায় বেড়েছে বহুগুণ। কিন্তু পৌরসভার রাস্তা-ঘাট সম্প্রসারিত হয়নি। শহরবাসীর নিত্যকার সমস্যা প্রকট যানজট নিরসন না করে প্রধান সড়ক ঘেঁষে বহুতল ভবনের মার্কেট নির্মিত হলে যানজটের কোপানলে পড়ে শহরের জনগুরুত্বপূর্ণ প্রধান সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়বে বলে তিনি জানান। নির্মাণাধীন মার্কেটের পিছনের দেয়াল ঘেঁষে ঐতিহ্যবাহী ইসলামিয়া কলেজ, চাঁদ সুলতানা স্কুল এবং সামনে রয়েছে কেন্দ্রীয় জামে মসজিদ, জেলা পরিষদের কার্যালয় ও প্রধান সড়টির দু’পাশজুড়ে রয়েছে শত শত দোকানপাট। যানজট নিরসন ও শহরবাসীর দুর্ভোগ লাঘবে প্রধান সড়ক ঘেঁষে মার্কেট নির্মাণ বন্ধ এবং শহরের সুবিধাজনক জায়গায় আধুনিক নিউমার্কেট স্থাপনের দাবি করেন কুষ্টিয়া পৌরসভার সচেতন নাগরিকবৃন্দ। মেয়র আনোয়ার আলী বলেন, নির্মিতব্য মার্কেটের জায়গায় আগে একতলা ভবনের দোকান-ঘর থাকা অবস্থায় গাড়ি পাকিং ব্যবস্থা ছিল না। সে কারণে বহতল ভবনের মার্কেট নির্মাণেও গাড়ি পাকিং ব্যবস্থা রাখা হয়নি। তিনি এর বেশি মন্তব্য করতে রাজি হননি।
×