ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নির্বাচন কমিশনকে ব্যবহারের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে

প্রকাশিত: ০৫:৩০, ১৯ ডিসেম্বর ২০১৬

নির্বাচন কমিশনকে ব্যবহারের সংস্কৃতি থেকে বেরিয়ে  আসতে হবে

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিষয়ে যশোরে গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ইলেকশন ওয়ার্কিং গ্রুপের আয়োজনে ও রাইটস যশোরের সহযোগিতায় এ আলোচনা অনুষ্ঠিত হয়। স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় যশোরের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ, আইনজীবী ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পরিচালক ড. আবদুল আলীম। আলোচনায় বক্তারা বলেন, নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হলে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকতে হবে। শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন কমিশনকে ব্যবহারের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র চর্চা বৃদ্ধি করতে হবে। দলের মধ্যে গণতন্ত্র চর্চা না থাকলে জোর করে ক্ষমতায় যাওয়ার প্রণবতা বাড়ে। ফলে রাজনৈতিক দলগুলো প্রভাব বিস্তার করে নির্বাচন কমিশনের ঘাড়ে ভর করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে। এজন্য নির্বাচন কমিশন বিতর্কিত হয়। নিরপেক্ষ দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে।
×