ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হতাহত সাঁওতাল পরিবারকে অর্থ সহায়তা

প্রকাশিত: ০৫:৫৯, ১৮ ডিসেম্বর ২০১৬

হতাহত সাঁওতাল পরিবারকে অর্থ সহায়তা

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৭ ডিসেম্বর ॥ গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জয়পুর ও মাদারপুর এলাকার আদিবাসী সাঁওতাল পল্লীতে গুলিতে নিহত ও আহত সাঁওতাল পরিবারের মধ্যে আর্থিক সাহায্য ও শীতবস্ত্র বিতরণ করেছে প্রধান বিচারপতি এস কে সিনহার পক্ষে সুপ্রীমকোটের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম। শনিবার সাঁওতাল পল্লীর মাদারপুর গির্জা মাঠে গোবিন্দগঞ্জের নিহত ও ক্ষতিগ্রস্ত সাঁওতাল পরিবারকে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মাননীয় প্রধান বিচারপতির কথা উল্লেখ করে রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম বলেন, মাননীয় প্রধান বিচারপ্রতি সবসময় আদিবাসীদের খোঁজ খবর নিচ্ছেন। তিনি তাদের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করেছেন। তিনি আসতে পারেননি কিন্তু তার প্রতিনিধি হিসেবে আমাদের পাঠিয়েছেন আদিবাসীদের দুর্দশা দেখতে। এ সময় বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান, ভারপ্রাপ্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মইনুল হাসান ইউসুফসহ অন্যরা। পরে ঘটনায় আহত সাঁওতালদের মধ্যে জনপ্রতি ১০ হাজার করে মোট ১৬৮ জনকে এবং নিহত দুই সাঁওতাল শ্যামল হেমব্রম ও মঙ্গল মার্ডি পরিবারের হাতে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকার চেক প্রদান করেন। এছাড়াও শীতার্ত সাঁওতালদের মধ্যে ৩শ’ কম্বল বিতরণ করেন। শিক্ষার্থীর হাতে স্কুলের পোশাক নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৭ ডিসেম্বর ॥ ফরিদপুরে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওই বিদ্যালয়ের ১৩৩ শিক্ষার্থীর বিদ্যালয়ের পোশাকের কাপড় কিনে দিয়েছেন। কারো কাছ থেকে কোন অনুদান না নিয়ে নিজের বেতনের টাকায় পোশাকের কাপড় কিনে নিজ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর হাতে তুলে দিয়েছেন ওই শিক্ষক। এ ঘটনাটি ফরিদপুর শহরের কমলাপুর এলাকার শেখ শাহাবুদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের। শনিবার বেলা ১০টার দিকে শিক্ষার্থীদের মধ্যে এ কাপড় তুলে দেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দা হাসিনা আক্তার লিলি। পাশাপাশি সকল শিক্ষার্থীর পোশাক তৈরির খরচ বহনের ঘোষণাও দিয়েছেন তিনি। ঘুড়ি ওড়ানো উৎসব নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৭ ডিসেম্বর ॥ ‘মাদক মুক্তির জয়গানে এসো মিলি হৃদয়ের বন্ধনে’- এমন স্লোগান নিয়ে মাদকনির্ভরশীল রোগীদের সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সংযোগ এক ব্যতিক্রমী কর্মসূচী পালন করেছে। কুয়াকাটা সৈকতে শনিবার প্রতিষ্ঠানটি মাদকমুক্ত দেশ গড়ার দাবিতে মানববন্ধন ও ঘুড়ি ওড়ানোর উৎসব করেছে। মাদকের পথ থেকে ফিরে আসা প্রায় ৩০০ রিকভারি সদস্য এসব কর্মসূচীতে অংশ নেয়। উপস্থিত ছিলেন- সংযোগের সভাপতি পিটার হাওলাদার, সাধারণ সম্পাদক ইকবাল হাসান মাহমুদ, মাদক নিরাময় কেন্দ্র হলি কেয়ারের পরিচালক মোস্তাফিজুর রহমান সুমন প্রমুখ।
×