ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নাছোড়বান্দা উবার

প্রকাশিত: ০৫:৪১, ১৮ ডিসেম্বর ২০১৬

নাছোড়বান্দা উবার

উবারের স্বচালিত গাড়ি অবৈধ ঘোষিত হলেও যুক্তরাষ্ট্রের স্যানফ্রান্সিসকোর রাস্তা থেকে এই গাড়ি তুলে নিতে নারাজ এ্যাপভিত্তিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠানটি। চলতি সপ্তাহে প্রতিষ্ঠানটি পরীক্ষামূলকভাবে তাদের স্বচালিত গাড়ি চালু করে। তবে এই সেবা বন্ধের নির্দেশ আসে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নিয়ন্ত্রকদের পক্ষ থেকে। মোটরযান বিভাগ (ডিএমভি) বলেছে, প্রতিষ্ঠানটিকে অবশ্যই পরীক্ষামূলক চালনার জন্য অনুমতি নিতে হবে। কর্তৃপক্ষের দাবি উপেক্ষা করে উবার জানিয়েছে, তাদের অনুমতি নেয়ার কোন প্রয়োজন নেই। কারণ গাড়িতে একজন ‘নিরাপত্তা চালক’ থাকছেই। অঙ্গরাজ্যের এ্যাটর্নি জেনারেল বলেন, আইন না মানলে উবারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মুখপাত্র কী ধরনের ব্যবস্থা নেয়া হতে পারে তা স্পষ্টভাবে জানাননি। তবে ধারণা করা হচ্ছে, পরবর্তী পদক্ষেপ হিসেবে উবারের বিরুদ্ধে আদালতের আদেশপত্র জারি করা হতে পারে, যা প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রের এমন দাবি মানতে বাধ্য করবে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ্যাডভান্সড টেকনলোজিসের সহ-সভাপতি এ্যান্থনি লেভানডস্কি বলেন, কর্মকর্তাদের প্রতি উবারের যথাযথ সম্মান রয়েছে; কিন্তু এসব রীতিনীতি প্রতিষ্ঠানের গাড়ির জন্য একেবারেই ‘অপ্রাসঙ্গিক’। ‘সরাসরি নিয়ন্ত্রণ করা যায় না বা মানুষের পর্যবেক্ষণাধীন নয়’ এমন গাড়ির জন্যই অনুমতি নেয়া প্রয়োজন বলে মনে করেন লেভানডস্কি। -বিবিসি
×