ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ডিজিটালাইজড হলো মাদ্রাসা বোর্ডের ৪ পাঠ্যবই

প্রকাশিত: ০৫:১৩, ১৮ ডিসেম্বর ২০১৬

ডিজিটালাইজড হলো মাদ্রাসা বোর্ডের ৪ পাঠ্যবই

স্টাফ রিপোর্টার ॥ ডিজিটালাইজড হলো মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল ষষ্ঠ শ্রেণীর চারটি পাঠ্যবই। এখন শিক্ষার্থীরা চাইলেই যে কোন জায়গায় বসে নোটপ্যাড এমনকি স্মার্ট মোবাইলেও ওই চারটি বই পড়তে পারবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মাদ্রাসার এ কাজের উদ্বোধন করে বলেছেন, শিক্ষা পদ্ধতি ডিজিটালাইজড কেবল মাদ্রাসা পর্যায়েই নয় সাধারণ শিক্ষা পর্যায়েও করা হবে। শিক্ষা আইনের কথা উল্লেখ করে তিনি বলেন, খসড়া চূড়ান্ত করা হয়েছে এবং তা অনুমোদনের জন্য শীঘ্রই কেবিনেটে পাঠানো হচ্ছে। কেবিনেটের অনুমোদন পেলে বিল আকারে জাতীয় সংসদে উত্থাপন হবে। বন্ধ করা হবে নোট-গাইড। শনিবার রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে ‘ইন্টার‌্যাকটিভ ডিজিটাল মাদ্রাসা টেক্সটবুকস’ এর উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম ছায়েফ উল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. এম কায়কোবাদ, বুয়েটের ইইই্ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ সোহেল রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম জাকির হোসেন ভূঞা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. এস এম ওয়াহিদুজ্জামান, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মোঃ বিল্লাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানের মাধ্যমে মাদ্রাসা শিক্ষা ধারাকে উন্নত করার লক্ষ্যে ইন্টার‌্যাকটিভ ডিজিটাল মাদ্রাসা টেক্সটবুকস (আডিএমটি) সিস্টেম চালু করা হয়েছে। এর মাধ্যমে মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রাথমিক পর্যায়ের দাখিল ষষ্ঠ শ্রেণীর চারটি পাঠ্যবইকে ডিজিটালাইজড করা হয়েছে। এ চারটি বইয়ের মধ্যে রয়েছে কুরআন মাজিদ ও তাজবিদ, আলআকাইদ ওয়াল ফিকহ, আললুগাতুল আরাবিয়্যাতুল ইত্তিসালিয়্যাহ (আরবি প্রথম পত্র) এবং কাওয়াইদুল লুগাতিল আরাবিয়্যাহ (আরবি দ্বিতীয় পত্র)। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের কাঁধ থেকে কীভাবে পাঠ্যপুস্তকের বোঝা কমানো যায় এবং তাদের সহজপাঠ্য করা যায় সেটা আমাদের মূল লক্ষ্য ছিল। এখন আমরা এই প্রক্রিয়া কিভাবে আরও সহজ করা যায় এবং ডিজিটালাইজড করা যায় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
×