ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছয় দল নিয়ে ২২ ডিসেম্বর ঢাকায় শুরু হবে টুর্নামেন্ট

বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলের লোগো, জার্সি উন্মোচন

প্রকাশিত: ০৬:০২, ১৬ ডিসেম্বর ২০১৬

বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলের লোগো, জার্সি উন্মোচন

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২২-২৭ ডিসেম্বর ঢাকার মিরপুর শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ছয় জাতির ‘বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র ম্যানস সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট।’ টুর্নামেন্টে অংশ নেবে স্বাগতিক বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল, আফগানিস্তান, উজবেকিস্তান এবং কিরগিজস্তান। এ উপলক্ষে বৃহস্পতিবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে টুর্নামেন্টের লোগো এবং জার্সি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী এবং টুর্নামেন্টের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। উল্লেখ্য, এই অনুষ্ঠান সংক্রান্ত কোন ই-মেইল পাননি অধিকাংশ গণমাধ্যমের সাংবাদিকরা। জানা গেছে, ভলিবল ফেডারেশন তাদের পছন্দের ও বাছাই করা কিছু মিডিয়াকে এই অনুষ্ঠান কভার করতে আমন্ত্রণ জানায়। তাদের এই উদ্যোগ তীব্র সমালোচনার মুখে পড়েছে। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড। লোটো টুর্নামেন্টের কিট স্পন্সর। এছাড়া অন্য একাধিক প্রতিষ্ঠান এতে স্পন্সর হিসেবে রয়েছে। ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, ভলিবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি এএস আসলাম সানি, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, ম্যাক্স গ্রুপের গোলাম মোঃ আলমগীর, স্পন্সর লোটোর চেয়ারম্যান কাজী জামিউল ইসলাম, বাংলাদেশ ভলিবল দলের প্রধান কোচ ইরানিয়ান আলপোর আরোজি এবং জাতীয় ভলিবল অধিনায়ক সাঈদ আল জাবীর ও সহঅধিনায়ক হরষিত।
×