ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক ব্যাডমিন্টন

ইরিনার ত্রি-মুকুট

প্রকাশিত: ০৫:৫৯, ১৬ ডিসেম্বর ২০১৬

ইরিনার ত্রি-মুকুট

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ইন্টারন্যাশনাল জুনিয়র ব্যাডমিন্টন বৃহস্পতিবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শেষ হয়েছে। এই আসরে ত্রি-মুকুট জিতেছেন বাংলাদেশের মহিলা শাটলার ইরিনা পারভীন রতœা। তিনি মহিলা এককের ফাইনালে স্বদেশী আফরিনা ইসলাম মৌলিকে ২১-১৪, ২১-১০ পয়েন্টে হারান। এছাড়া দ্বৈতে সেই মৌলিকেই নিয়ে তিনি ফাইনালে ২২-২০ ও ২১-১৮ পয়েন্টে হারান স্বদেশী অনামিকা ইসলাম ও বীথি সরকার জুটিকে। মিশ্র দ্বৈতেরও শিরোপা রতœার। ফাইনালে মিনহাজ মোহাম্মদকে সঙ্গে নিয়ে তিনি ২১-১৭, ১৮-২১, ২১-৯ পয়েন্টে হারান স্বদেশী জুটি আবুজর আলী এবং আফরিনা ইসলাম মৌলিকে। পুরুষ এককের শিরোপা জেতেন মালয়েশিয়ার চিরানদেব আরুতচেলভান। ফাইনালে তিনি ২১-১৫, ২৩-২১ পয়েন্টে হারান স্বদেশী জ্যোতিশ^রন কারুপাথেভানকে। দ্বৈতেও জেতেন চিরানদেব। ফাইনালে স্বদেশী সঙ্গী জোতিশ^রনকে নিয়ে তিনি ২০-২২, ২১-১৩, ২১-১৩ পয়েন্টে হারান স্বদেশী লাবিব মুহ্জাফর লাকামাগি-কিরন রাজ মনিরাজ জুটিকে। রাগবি ফেডারেশনের নতুন সভাপতি স্বপন স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমান সভাপতি এ্যাডভোকেট শাহ আলমের স্থলে বিশিষ্ট শিল্পপতি, ক্রীড়া সংগঠক, শেখ জামাল ধানম-ির স্পোর্টস ডিরেক্টর, ফ্লাইং একাডেমির চেয়ারম্যান এবং এক্সিম ব্যাংকের স্পন্সর ডিরেক্টর আবদুল্লাহ আল জহির স্বপনকে বাংলাদেশ রাগবি ফেডারেশনের (ইউনিয়ন) নতুন সভাপতি হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনীত করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের গত ৮ ডিসেম্বরের এ সংক্রান্ত প্রজ্ঞাপন নং এনএসসি/ ১২০/৪২/জেন/৩৭৫০ এতদ্বারা বাতিল করা হলো, তিনি বাংলাদেশ রাগবি ফেডারেশনের (ইউনিয়ন) সহ-সভাপতি ছিলেন। তার বলিষ্ঠ নেতৃত্বে রাগবি এগিয়ে যাবে। রাগবি ফেডারেশনের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী।
×