ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জায়ান্টদের জয়ের রাতে রনডনের ইতিহাস

প্রকাশিত: ০৫:৫৮, ১৬ ডিসেম্বর ২০১৬

জায়ান্টদের জয়ের রাতে রনডনের ইতিহাস

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে ১৬তম রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে সব বড় দল। বুধবার জায়ান্টদের জয়ের রাতে ইতিহাস গড়েছেন সলোমন রনডন। সোয়ানসি সিটির বিরুদ্ধে ওয়েস্টব্রুমউইচের ৩-১ গোলের জয়ে তিনটি গোলই হেড থেকে করেন রনডন। ইপিএলে নিজের প্রথম হ্যাটট্রিক করে তাই রেকর্ডবুকে ঠাঁই করে নিয়েছেন ভেনিজুয়েলার এই স্ট্রাইকার। দুই ম্যাচ পর জয়ের ধারায় ফিরেছে লিভারপুল। এ্যাডাম লালানার জোড়া গোল ও ডিভক অরিজির লক্ষ্যভেদ দ্য রেডসরা ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিক মিডলসব্রোকে। চেস ফেব্রিগাসের একমাত্র গোলে রেকর্ড টানা দশম জয় পেয়েছে চেলসি। ব্লুজরা ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক সান্ডারল্যান্ডকে। জ¬াতান ইব্রাহিমোভিচের শেষ মুহূর্তের গোলে ম্যানচেস্টার ইউনাইটেড ২-১ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। অন্যান্য ম্যাচে ম্যানচেস্টার সিটি ২-০ গোলে ওয়াটফোর্ডকে ও টটেনহ্যাম হটস্পার ৩-০ গোলে হারিয়েছে হাল সিটিকে। স্টোক সিটি ও সাউদাম্পটনের মধ্যকার ম্যাচ গোলশূন্য ড্র হয়। বর্তমানে ১৬টি করে ম্যাচ শেষে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে চেলসি। ৩৪ পয়েন্ট করে নিয়ে গোলগড়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে লিভারপুল ও আর্সেনাল। ৩৩ পয়েন্ট নিয়ে চারে ম্যানসিটি। ৩০ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম পাঁচে ও ২৭ পয়েন্ট নিয়ে ছয়ে ম্যানইউ। গত সেপ্টেম্বরে আর্সেনালের কাছে ৩-০ গোলে হারের পর চেলসিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। টানা দশ ম্যাচে জয় দিয়ে নিজেদের অবস্থান সুসংহত করে চলেছে ব্লুজরা। তবে টেবিলের তলানিতে থাকা সান্ডারল্যান্ডের বিরুদ্ধে জয়টা খুব একটা সহজ ছিল না। ম্যাচের ৪০ মিনিটে চেলসির হয়ে একমাত্র গোলটি করেন স্প্যানিশ তারকা চেস ফেব্রিগাস। ২০০৫-০৬ মৌসুমের পর এই প্রথম এত দীর্ঘ সময় ধরে চেলসি জয়ের ধারা অব্যাহত রেখেছে। ম্যাচ শেষে চেলসি কোচ এ্যান্টোনিও কন্টে বলেন, আমরা নিজেদের মেলে ধরতে পারিনি। কিন্তু কেউ যখন ম্যাচকে শেষ করার সুযোগ পায় তবে তার সেই সুযোগটা পুরোপুরি কাজে লাগান উচিত। আমরাও সেটাই করেছি। এ্যাডাম লালানার দুই গোলে মিডলসব্রোকে হারিয়ে আর্সেনালকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে লিভারপুল। গত দুই ম্যাচে বোর্নমাউথের কাছে ৪-৩ গোলে পরাজয় ও ওয়েস্টহ্যাম ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর লিভারপুল কোচ জার্গেন ক্লপ গোলরক্ষক লোরাস কারিয়াসের পরিবর্তে সিমোন মিগনোলেটকে মূল একাদশে খেলান। ম্যাচের ২৯ মিনিটে ইংল্যান্ড সতীর্থ ন্যাথানিয়েল ক্লাইনের ডান উইং ক্রস থেকে লালানা হেডে গোল করে দ্য রেডসদের এগিয়ে নেন। ৬০ মিনিটে লালানার সহায়তায় ব্যবধান দ্বিগুণ করেন অরিজি। আট মিনিট পর এই বেলজিয়ানের সহায়তায় লালানা নিজের দ্বিতীয় গোল করলে ৩-০ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে রেডসরা। চেলসি ও বর্তমান চ্যাম্পিয়ন লিচেলস্টার সিটির কাছে টানা দু’ম্যাচে পরাজিত ম্যানচেস্টার সিটি ঘরের মাঠে ওয়াটফোর্ডকে ২-০ গোলে হারায়। দুই অর্ধে গোল করেন পাবলো জাবালেটা ও ডেভিড সিলভা। সোয়ানসি সিটির বিরুদ্ধে মাত্র ১৩ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক করে রেকর্ডবুকে জায়গা করে নিয়েছেন ওয়েস্টব্রুমউইচের সালোমন রনডন। ইংলিশ প্রিমিয়ার লীগে হেড থেকে হ্যাটট্রিক করার ঘটনা এর আগে দেখা গিয়েছিল মাত্র একবারই। ১৯৯৭ সালে এমনটি করেছিলেন এভারটনের স্ট্রাইকার ডানকান ফার্গুসন। এবার তার পাশে বসে গেছেন রনডন। বোল্টনের বিরুদ্ধে হেড থেকে তিন গোল করেছিলেন ফার্গুসন। এবার রনডনও তিনটি গোল করেছেন হেড থেকে। রনডন ইতিহাস গড়া গোলগুলো করেন ম্যাচের ৫০, ৬১ ও ৬৩ মিনিটে।
×