ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রিয়ালের ফাইনালে ওঠার লড়াই আজ

ফিফা ক্লাব বিশ্বকাপ, ফাইনালে জাপানী ক্লাব কাশিমা

প্রকাশিত: ০৪:৩২, ১৫ ডিসেম্বর ২০১৬

ফিফা ক্লাব বিশ্বকাপ, ফাইনালে জাপানী ক্লাব কাশিমা

স্পোর্টস রিপোর্টার ॥ আরেকটি শিরোপার হাতছানি রিয়াল মাদ্রিদের। ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা আজই মিশন শুরু করছে ফিফা ক্লাব বিশ্বকাপে। সরাসরি সেমিফাইনালে খেলছে স্প্যনিশ পরাশক্তিরা। আজ আসরের দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ কনকাকাফ চ্যাম্পিয়ন মেক্সিকোর ক্লাব আমেরিকা। ম্যাচটি অনুষ্ঠিত হবে জাপানের ইয়োকোহামার আন্তর্জাতিক স্টেডিয়ামে। বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি জিতলেই ফাইনালের টিকেট পাবে রিয়াল। সেখানে তাদের প্রতিপক্ষ হবে দারুণ ছন্দে থাকা স্বাগতিক জাপানী ক্লাব কাশিমা আন্টলারস। বুধবার প্রথম সেমিফাইনালে কাশিমা ৩-০ গোলে হারিয়েছে কলম্বিয়ান ক্লাব এ্যাটলেটিকো ন্যাশিওনালকে। বিজয়ী দলের হয়ে গোলগুলো করেন ৩৩ মিনিটে ডোডি, ৮৩ মিনিটে এন্ডো ও ৮৫ মিনিটে সুজুকি। সেমিফাইনালে রিয়ালের হয়ে খেলতে পারছেন না অধিনায়ক সার্জিও রামোস। ভ্রমণ ক্লান্তির কারণেই ম্যাচটি মিস করছেন স্প্যানিশ ডিফেন্ডার। ম্যাচ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে রিয়াল কোচ জিনেদিন জিদান বলেন, রামোস খেলবে না। সে কিছুটা অস্বস্তি বোধ করছে এবং এই ভ্রমণ তাকে কিছুটা ক্লান্ত করেছে। তাই আমরা তাকে নিয়ে কোন ঝুঁকি নিচ্ছি না। তবে ব্যালন ডি’অর জেতা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, করিম বেনজামাসহ দলের সঙ্গে থাকা বাকি সবাই খেলতে প্রস্তুত বলে জানিয়েছেন রিয়াল কোচ। বলেন, আমি সম্ভবপর সেরা দল খেলাতে চাই। আমাদের অনেক ভিন্ন অপশন আছে। কিন্তু ভাবনা সরা দল খেলানোর। শিরোপা ছাড়া কিছুই ভাবছেন না জিদান। ফরাসী কিংবদন্তি বলেন, আমরা এখানে ক্লাব বিশ্বকাপ জয়ের জন্যই এসেছি। এখানে চ্যাম্পিয়ন হওয়াটাই রিয়াল মাদ্রিদের লক্ষ্য। আমাদের এখন খুব ভাল সময় যাচ্ছে। গত তিন সপ্তাহের মধ্যেই নয়টি ম্যাচ খেলেছি আমরা। পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা আমরা ক্লাব বিশ্বকাপেও ধরে রাখতে চাই। ২০১৪ সালে সর্বশেষ ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছিল রিয়াল। তিন বছরের মধ্যেই এবার দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি তাদের সামনে। জিদানও দলকে চ্যাম্পিয়ন করাতে মরিয়া। তাই শক্তিশালী ২৩ জনের দল নিয়েই প্রস্তুত তিনি। দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সামনে অবশ্য তৃতীয় শিরোপা জয়ের সুযোগ। কেননা রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন করানোর আগে ২০০৮ সালে যে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও পেয়েছিলেন এই টুর্নামেন্টের প্রথম ট্রফি জয়ের তৃপ্তি। এবার তাই তৃতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপের ট্রফির স্পর্শ পেতে উন্মুখ হয়ে আছেন সিআর সেভেন। দারুণ সুখানুভূতি নিয়ে ম্যাচটি খেলতে নামছেন রোনাল্ডো। ব্যালন ডি’অর জিতে বেশ উচ্ছ্বসিত তিনি। যদিও ব্যস্ততার কারণে যেতে পারেননি প্যারিসে। তবু জাপানেই সতীর্থদের সঙ্গে উদযাপন করেছেন ট্রফি জয়ের আনন্দ। রিয়াল সতীর্থদের কাছ থেকে রোনাল্ডো উপহার পেয়েছেন ব্যালন ডি’অর ট্রফির আদলে তৈরি কেক। ইয়োকোহামায় টিম হোটেলে অধিনায়ক রামোস কেকটি পর্তুগীজ তারকার হাতে দেন। দু’জনের ছবিটাও সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দিয়েছেন রামোস। চুক্তি নবায়ন করলেন লেভানডোস্কি স্পোর্টস রিপোর্টার ॥ দুই বছর আগে বরুশিয়া ডর্টমুন্ড থেকে বেয়ার্ন মিউনিখে নতুন করে ঠিকানা গড়েন রবার্ট লেভানডোস্কি। এরপর থেকেই দুর্দান্ত খেলছেন তিনি। এই সময়ের মধ্যে করা তার পারফর্মেন্সে মুগ্ধ-বিমোহিত ক্লাব কর্তৃপক্ষ। তাই তো পোল্যান্ডের এই তারকা ফুটবলারকে নতুন করে চুক্তির প্রস্তাব দেন তারা। ফেলে দিতে পারেননি লেভানডোস্কিও। আরও দুই বছরের জন্য বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখের সাথে চুক্তি নবায়ন করেছেন পোল্যান্ডের অধিনায়ক। আর নতুন চুক্তি অনুযায়ী ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত জার্মান জায়ান্ট বেয়ার্নেই থাকছেন রবার্ট লেভানডোস্কি।
×