ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্কুলছাত্রীকে গণধর্ষণ

মামলা তুলে নিতে মা-বাবাকে ছাত্রলীগ নেতার হুমকি

প্রকাশিত: ০৪:২৫, ১৫ ডিসেম্বর ২০১৬

মামলা তুলে নিতে মা-বাবাকে ছাত্রলীগ নেতার হুমকি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়া হাসপাতাল থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে গণধর্ষণ ঘটনায় উপজেলা ছাত্রলীগের নেতা মকতুল হোসেন মিতুনের গ্রেফতার ও শাস্তি দাবি করে সংবাদ সম্মেলন করেছে ধর্ষিতা ও তার পরিবার। বুধবার বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে উখিয়া সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী কান্না জড়িত কণ্ঠে বলেন, মায়ের সেবা করতে হাসপাতালে গিয়ে আমার ওপর ঘটে যাওয়া চরম অমানবিক ঘটনার পর লোকলজ্জার ভয়ে আত্মহত্যা করতে চেয়েও পিতা-মাতার জন্য পারিনি। উখিয়ার ছাত্রলীগ নেতা মিতুনকে পুলিশ গ্রেফতার না করায় এখনও আমাদের হুমকি দিচ্ছে। এতে আমার ওপর এত বড় অন্যায় হওয়ার পরও আমি ও মা-বাবা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। নিন্দনীয় ওই ঘটনায় জড়িত মিতুন তার দলবল নিয়ে আমার মাকে ও আমাকে বেশ্যা বলে গালি এবং মামলা প্রত্যাহার করে নেয়ার হুমকি দিয়েছে। ভিক্ষুক পুনর্বাসন স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২৭ ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও সিরাজুল ইসলাম। বক্তব্য দেন আবুল কালাম আজাদ, শাজাহান আলী, সেখ আব্দুল মান্নান, আব্দুল হালিম, ইউপি সদস্য সাধন কুমার দে, শংকর কুমার দত্ত, মোশারেফ হোসেন, আব্দুল খালেক খান, আরিফুল ইসলাম, দেলোয়ার হোসেন, রুস্তুম আলী, সাজেদা বেগম ও শরীফুদৌলা পলাশ। আলোর মিছিল নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১৪ ডিসেম্বর ॥ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মঙ্গলবার রাতে কেরানীগঞ্জ উপজেলা প্রাঙ্গণে স্থাপিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন হাজারও মানুষ। ‘কেরানীগঞ্জ গ্র্যাজুয়েট সোসাইটির’ আয়োজনে প্রজ্বলিত মোমবাতি হাতে আলোর মিছিল বের করা হয়। আলোর মিছিলে কেরানীগঞ্জের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, জেলা যুগ্ম জজ হান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, কেরানীগঞ্জ গ্র্যাজুয়েট সোসাইটির সভাপতি ম ই মামুন, কোন্ডা ইউপি চেয়ারম্যান ফারুক চৌধুরী প্রমুখ।
×