ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেয়ার্ন মিউনিখের সামনে আর্সেনাল

প্রকাশিত: ০৬:২৬, ১৩ ডিসেম্বর ২০১৬

বেয়ার্ন মিউনিখের সামনে আর্সেনাল

স্পোর্টস রিপোর্টার ॥ কপাল মন্দই বলতে হবে আর্সেনালের। গত কয়েক মৌসুমে গ্রুপের রানার্সআপ হওয়ার কারণে নকআউট পর্বে কঠিন প্রতিপক্ষের সামনে পড়তে হয়েছে। পথচলাও তাই বেশি দূর এগোয়নি। এবার ২০১৬-১৭ মৌসুমের চ্যাম্পিয়ন্স লীগে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়েছে গানার্সরা। কিন্তু বিধাতার কি লিখন! এবার গ্রুপসেরা হয়েও শেষ ষোলোতে বড় প্রতিপক্ষকে এড়াতে পারল না দলটি। সোমবার সুইজারল্যান্ডের নিওনে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে সাবেক চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখের বিপক্ষে খেলা নিশ্চিত হয়েছে আর্সেনালের। এ কারণে এবারও ইংলিশ ক্লাবটির অগ্রগামিতা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। অবশ্য গানার্স কোচ আর্সেন ওয়েঙ্গার এতে ভীত নন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বেয়ার্ন শক্তিশালী প্রতিপক্ষ হলেও তাদের হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলতে চায় তার দল। ড্রতে সবার চোখ ছিল দুই স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনার দিকে। ড্রতে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইতালিয়ান ক্লাব নেপোলিকে। আর বার্সিলোনার প্রতিপক্ষ ফরাসী লীগ ওয়ানের চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি)। গত কয়েক মৌসুমে কাতালানদের সামনে পড়তে হয়েছে পিএসজিকে। প্রতিবারই হেরে বিদায় নিতে হয়েছে ফরাসী চ্যাম্পিয়নদের। এবারও বার্সার সামনে পড়ে স্বস্তিতে থাকার কথা না দলটির! এবার প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লীগে খেলছে লিচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ইউরোপ সেরার লড়াইয়ে ক্লাউডিও রানিয়েরির দল। এবার ইপিএলে ভাল করতে না পারলেও চ্যাম্পিয়ন্স লীগে আছে দারুণ ফর্মে। শেষ গ্রুপ ম্যাচে হারলেও গ্রুপসেরা হয় লিচেস্টার। আরেকধাপ এগুনোর মিশনে প্রি-কোয়ার্টার ফাইনালে লিচেস্টারের প্রতিপক্ষ স্পেনের সেভিয়া। স্পেনের আরেক ক্লাব এ্যাটলেটিকো মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জার্মানির বেয়ার লেভারকুসেনকে। ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের প্রতিপক্ষ পর্তুগালের এফসি পোর্তো। এখানে জুভেন্টাস স্পষ্ট ফেবারিট। জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পর্তুগালের বেনফিকাকে। এখানে ফেবারিট জার্মান ক্লাবটি। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির সামনে ফ্রান্সের মোনাকো। পেপ গার্ডিওলার সিটির অবস্থান বর্তমানে খুব একটা ভাল না। যে কারণে ধারণা করা হচ্ছে, এ দুটি দলের মধ্যে সেয়ানে সেয়ানে লড়াই হবে। শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচগুলো হবে আগামী বছরের ১৪, ১৫, ২১ ও ২২ ফেব্রুয়ারি। দ্বিতীয় লেগের ম্যাচগুলো হবে ৭, ৮, ১৪, ১৫ মার্চ। সর্বশেষ চার মৌসুমের দুটিতেই বার্সিলোনার কাছে হেরে বিদায় নিতে হয় পিএসজিকে। এবার তারা হয় তো খুব করেই চেয়েছিল কাতালানদের এড়াতে। কিন্তু সেই প্রত্যাশা শেষপর্যন্ত পূরণ হয়নি। শেষ ষোলোতেই প্রতিপক্ষ হিসেবে বার্সাকে পেয়ে গেছে পিএসজি। ২০১২-১৩ ও ২০১৪-১৫ মৌসুমে বার্সিলোনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলেছিল পিএসজি। এবার শেষ ষোলোতেই মুখোমুখি হয়ে যাচ্ছে চিরচেনা দুই প্রতিপক্ষ। ড্র’র পর শুরু হয়েছে আলোচনা-পর্যালোচনা। আর্সেনালকে প্রতিপক্ষ হিসেবে পাওয়ার পর বেয়ার্ন মিউনিখের গোলরক্ষক ম্যানুয়েল নিউয়ের বলেন, এটা ইন্টারেস্টিং ও কঠিন ড্র। আমরা জানি গত কয়েক বছর আর্সেনাল বেশ ভাল করছে। দলটি বেশ ভাল ও গোছাল। তাদের হারানো সহজ হবে না। তবে আমরা জয় ছাড়া কিছু ভাবছি না। পিএসজি-বার্সা ম্যাচ নিয়ে শুরু হয়ে কথপোকথন। গত কয়েক মৌসুমে দল দুটি বার বার খেলেছে। বার্সার ভাইস প্রেসিডেন্ট জর্ডি মেস্ট্রে বলেন, এটা ঠিক যে বেয়ার্ন মিউনিখ প্রতিপক্ষ হিসেবে অনেক বেশি কঠিন। তাদের বিপক্ষে খেলতে হচ্ছে না আমাদের। তবে এটাও ঠিক পিএসজি গ্রেট একটা দল। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উয়েফার ডেপুটি সেক্রেটারি জিওর্জিও মারসেট্টি, সুইডেনের সাবেক ডিফেন্ডার প্যাট্টিক এ্যান্ডারসন, ডাচ কিংবদন্তি রুড গুলিতসহ অনেকে।
×