ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এম আর খানের শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের নতুন কমিটি

প্রকাশিত: ০৬:১৫, ১৩ ডিসেম্বর ২০১৬

এম আর খানের শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের নতুন কমিটি

স্টাফ রিপোর্টার ॥ শিশুবন্ধু জাতীয় অধ্যাপক প্রয়াত ডা. এম আর খানের প্রতিষ্ঠিত শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা শুক্রবার সংস্থার মিরপুরের পরিবাগের ২৫০ বেডের শিশু হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী দুই বছরের জন্য লায়ন এ্যাডভোকেট একেএম এমদাদুল হক সভাপতি, অধ্যাপক ডা. মোহাম্মদ শহিদুল্লাহ সাধারণ সম্পাদক ও ওবায়দুল কবির খান বিনা প্রতিদ্বন্দি¦তায় কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ডা. ম্যান্ডি করিম, শামসুজ্জামান, শেখ মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সম্পাদক- ডা. এম এ জলিল, ডা. শাহ মাফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. এ কে এম শামসুজ্জামান, দফতর সম্পাদক সকিনা খান এবং সদস্য- রেজা করিম, ডা. ফৌজিয়া জাহান, অধ্যাপক ডা. রুহুল আমিন। সভাপতি লায়ন এ্যাডভোকেট এ কে এম এমদাদুল হক পঞ্চাশের দশকে রাজশাহী জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও রাজশাহী সরকারী কলেজ ছাত্র সংসদের সহসভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ লায়ন্স গবর্নরের প্রধান উপদেষ্টা ও আগারগাঁও লায়ন্স চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি জাপানের সর্ববৃহৎ সমাজসেবা প্রতিষ্ঠান ওয়েস্কা বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল ডিরেক্টর ছিলেন। তিনি প্রখ্যাত সমাজসেবী প্রয়াত তাহেরা কবির প্রতিষ্ঠিত সামাজিক পুনরুদ্ধার সমিতির সাধারণ সম্পাদক এবং খুলনা জেলা সমিতির সভাপতি ছিলেন। সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোহাম্মদ শহিদুল্লাহ বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ছিলেন। বর্তমানে তিনি এ বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের প্রধান এবং তিনি বাংলাদেশ পেডিয়াট্রিক এ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের সভাপতি। কোষাধ্যক্ষ ওবায়দুল কবির খান সাধারণ বীমা কর্পোরেশনের জেনারেল ম্যানেজার ছিলেন। তিনি রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ছিলেন এবং বর্তমানে ওই কোম্পানির উপদেষ্টা হিসেবে কর্মরত। উল্লেখ্য, বাংলাদেশ শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বর্তমানে পরিচালিত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- মিরপুরে ২৫০ বেডের শিশু হাসপাতাল, মিরপুরে নার্সিং স্কুল, মিরপুরে এমবিবিএস ডাক্তারদের ডিসিএইচ এবং এফসিপিএস ডিগ্রীর জন্য উচ্চতর ট্রেনিং ইনস্টিটিউট, যশোরে ১০০ বেডের শিশু হাসপাতাল, সাতক্ষীরায় থমাস ইভিনিং স্কুল, থমাস কিন্ডারগার্টেন, ভোকেশনাল ট্রেনিং সেন্টার ও ক্ষুদ্র ঋণ প্রকল্প।
×