ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাগরিক সেবা নিশ্চিতে সততার সঙ্গে কাজ করুন ॥ চসিক মেয়র

প্রকাশিত: ০৬:০২, ১৩ ডিসেম্বর ২০১৬

নাগরিক সেবা নিশ্চিতে সততার সঙ্গে কাজ করুন ॥ চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নাগরিক সেবা নিশ্চিত করতে সকল কর্মকর্তা-কর্মচারীকে শতভাগ সততা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, সিটি কর্পোরেশন একটি শতভাগ সেবামূলক প্রতিষ্ঠান। ট্যাক্সের ওপর নির্ভর করে কর্পোরেশনের সেবা কার্যক্রম পরিচালিত হয়। নগর উন্নয়ন ও সেবার মান বাড়াতে কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি নগরবাসীরও সহযোগীর ভূমিকা প্রয়োজন। সোমবার কর্পোরেশনের ৭টি স্থায়ী কমিটির সভায় উপরোক্ত কথাগুলো বলেন চসিক মেয়র। তিনি জানান, নগরীর ৪১টি ওয়ার্ডে এসেসমেন্ট এখনও চলমান। অতীতের আপীলগুলো নিষ্পত্তি করা হচ্ছে। চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন ও গ্রীন সিটিতে পরিণত করতে প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করা হবে। সোমবার অনুষ্ঠিত হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্থ ও সংস্থাপন, শিক্ষা-স্বাস্থ্য, সমাজকল্যাণ, পরিবেশ উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা, ক্রীড়া, দারিদ্র্য হ্রাসকরণ ও বস্তি উন্নয়ন বিষয়ক কমিটির সভা। এতে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র জোবাইরা নার্গিস খান, স্থায়ী কমিটিসমূহের সভাপতি যথাক্রমে কাউন্সিলর শফিউল আলম, নাজমুল হক ডিউক, ইসমাইল বালী, মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ, মোঃ আবুল হাশেম, এম আশরাফুল আলম, এইচএম সোহেল, জহুরুল আলম জসিম এবং সংশ্লিষ্ট স্থায়ী কমিটিসমূহের সদস্য সচিবগণ। বর্জ্য ব্যবস্থাপনায় দুই প্রতিষ্ঠানের ১৫ ভ্যান ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডোর টু ডোর বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচীতে ১৫টি ভ্যান গাড়ি দিয়ে সহযোগী হয়েছে সুপার গ্রুপ ও এলিট পেইন্ট গ্রুপ। সোমবার দুপুরে নগর ভবনে মেয়রের কাছে ভ্যান গাড়িগুলো হস্তান্তর করেন এলিট পেইন্ট গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সুপার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আহমেদ, চট্টগ্রাম চেম্বারের পরিচালক অহিদ সিরাজ স্বপন, সুপার গ্রুপের পরিচালক হারুন উল ইসলাম ও সিনিয়র জেনারেল ম্যানেজার সুব্রত দেব।
×