ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী

প্রকাশিত: ০৫:৫০, ১৩ ডিসেম্বর ২০১৬

আজ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী

স্টাফ রিপোর্টার ॥ আজ মঙ্গলবার পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.)। বিশ্বনবী হযরত মুহম্মদ (স.)’র জন্ম ও মৃত্যু দিবস। ৫৭০ সালের এই দিনে আরবি হিজরী রবিউল আউয়াল মাসের ১২ তারিখে পবিত্র ভূমি মক্কায় মা আমেনার কোল আলোকিত করে এ ধরায় আগমন করেন। আবার ৬৩২ সালের এই দিনেই তিনি পৃথিবী থেকে চিরবিদায় নেন। অথচ তাঁর ৬২ বছরের কর্মজীবন এবং প্রচারিত ইসলামের বাণীই আজ মানবতার মুক্তির একমাত্র পাথেয়। তাই পবিত্র কোরানে বলা হয়েছে হযরত মুহম্মদকে (স.) প্রেরণ করা হয়েছে সমগ্র মানবজাতির রহমতস্বরূপ। আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, মুহম্মদ (স.)কে সৃষ্টি না করলে আমি পৃথিবী সৃষ্টি করতাম না। তাঁর আগমনে মানবজাতি লাভ করেছে কল্যাণময় পথের পরিপূর্ণ দিকনির্দেশনা, মানবিক মূল্যবোধ ও মর্যাদার গভীরতম চেতনা। কোরানের অন্যত্র ইরশাদ করা হয়েছে, ‘আমি আপনার খ্যাতিকে উচ্চ মর্যাদা দান করেছি।’ নিশ্চয়ই আল্লাহ এবং তাঁর ফেরেস্তাগণ নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করে থাকে। অতএব হে ইমানদারগণ; তোমরাও নবীর শানে দরুদ ও সালাম পেশ কর। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী বাংলাদেশসহ মুসলিম বিশ্বের কাছে একই সঙ্গে আনন্দ-বেদনার দিন। তাই এদিনে বিশ্বের ১৬০ কোটি মুসলমান পরম শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে নবীকে স্মরণ করবে। এদিকে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি এ্যাড. মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ ও বিরোধী রাজনৈতিক দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। দিনটি উদযাপনের জন্য বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচী গ্রহণ করেছে। আজ সরকারী ছুটির দিন। এছাড়া দিনটি উপলক্ষে দেশে সব সংবাদপত্র অফিসও আজ বন্ধ থাকবে। দিনটি উপলক্ষে রেডিও, টেলিভিশনে বিশেষ অনুষ্ঠানমালা সংবাদপত্রে বিশেষ নিবন্ধ প্রকাশ করা হয়েছে। মুসলিম ধর্মাবলম্বী ও অনুসারীদের কাছে রবিউল আউয়াল মাসের ১২ তারিখের গুরুত্ব অপরিসীম। এ দিনটিতে তারা যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করে থাকে। আজ তাই নবীর শানে সালাম পেশ করে উচ্চারণ করবে ‘বালাগালউলা বিকামালিহি, কাসাফাদদুজা বিজামালিহি, হাসানাত জামিউ খেসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহী।’
×