ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মামলায় সাক্ষ্য দেয়ায় বাড়িতে আগুন ॥ নিহত এক

প্রকাশিত: ০৪:২৪, ১৩ ডিসেম্বর ২০১৬

মামলায় সাক্ষ্য দেয়ায় বাড়িতে আগুন ॥ নিহত এক

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১২ ডিসেম্বর ॥ ভাঙ্গায় অগ্নিকা-ে পুড়ে মারা গেছে সাব্বির হোসেন শান্ত (১১) নামে এক স্কুলছাত্র। আগুনে ওই বাড়ির চারটি ঘর পুড়ে যায়। নিহতের পরিবার দাবি করেছে, শত্রুতামূলকভাবে তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। রবিবার রাত ১টার দিকে ভাঙ্গা পৌরসভার বাইশাখালী মহল্লায় অটোবাইকচালক আমির আলী হোসেনের বাড়িতে আগ্নিকা-ের এ ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন অটোবাইকচালক আমির আলী হোসেনের একমাত্র ছেলে। সে ভাঙ্গা এক নম্বর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল। আমির আলী হোসেন জানান, রবিবার রাত ১টার দিকে হঠাৎ তারা বাড়ির একটি বসতঘরে আগুন জ্বলতে দেখে। ওই ঘরেই নানা আজিজ মিয়ার সঙ্গে সাব্বির ঘুমিয়েছিল। আজিজ মিয়া ঘর থেকে বের হতে পারলেও সাব্বির বের হতে পারেনি। রামগতিতে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু ॥ আটক ৬ নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর থেকে জানান, রামগতি উপজেলার চরপোড়াগাছার চরকলাকোপা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ জনের মধ্যে জাকের হোসেন মাঝি (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১৬ জনকে আসামি করে রবিবার রাতে রামগতি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত জাকের হোসেনের মরদেহ রাতে রামগতিতে নেয়া হয়। সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। দুই সন্তানের জননীকে ধর্ষণের পর হত্যা স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ দুই সন্তানের জননী সেলিনা বেগমকে (৪৮) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। সোমবার বিকালে সদর উপজেলার কেফায়েতনগর গ্রামে নিজ বাড়ির ঘরের মেঝে থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে। নিহত সেলিনা বেগম একই গ্রামের মৃত হাসেম আলীর মেয়ে। পুলিশ জানায়, সেলিনা স্বামী পরিত্যক্তা। বাবার বাড়িতে একাই থাকতেন। তাঁর ছেলে বাগেরহাটে থাকে। মেয়ের বিয়ে হয়েছে। রবিবার রাতে ঘরে ঢুকে মুখের ভেতর কাপড় গুঁজে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়। বাড়িতে সেলিনা একা থাকায় হত্যার ঘটনা জানাজানি হতে দেরি হয়। সোমবার দুপুরের দিকে কোন সাড়া না পেয়ে পড়শীরা ঘরে গিয়ে খাটের নিচে তাঁর লাশ পড়ে থাকতে দেখে। মুখের ভেতর কাপড় ঢোকানো। শরীরে সিগারেটের ছ্যাকা রয়েছে।
×