ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাউবির পঞ্চম সমাবর্তন ১৯ ডিসেম্বর

প্রকাশিত: ০৬:২৯, ১২ ডিসেম্বর ২০১৬

বাউবির পঞ্চম সমাবর্তন ১৯ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) পঞ্চম সমাবর্তন আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সমাবর্তনের মূল আয়োজন দুপুর আড়াইটা থেকে শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোঃ আবদুল হামিদ এতে সভাপতিত্ব করবেন। রবিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. এমএ মান্নান। উপাচার্য জানান, সমাবর্তন বক্তা হিসেবে কমনওয়েলথ অব লার্নিংয়ের (কানাডা) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী অধ্যাপক আশা কানওয়ার উপস্থিত থাকবেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের অন্যতম এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ঘিরে বর্ণিল রঙে সাজানো হচ্ছে প্রতিষ্ঠানটিকে। গাজীপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সকল আয়োজন করা হয়েছে। এবার মোট পাঁচ হাজার ১২ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রী প্রদান করা হবে জানিয়ে উপাচার্য বলেন, সারাদেশের কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ/এমপিএ, এমবিএ, বিবিএ, এমএড, বিএড, বিএ/বিএসএস, বিএজিএড, বিবিএস প্রোগ্রামের উত্তীর্ণ গ্র্যাজুয়েটরা অনুষ্ঠানে অংশ নেবেন।
×