ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দারুল ইহসানে আইন বিভাগে ভর্তিতে নিষেধাজ্ঞা

১৩ ক্লাবে হাউজি, কার্ড খেলার ওপর নিষেধাজ্ঞা আপীলে স্থগিত

প্রকাশিত: ০৬:২৮, ১২ ডিসেম্বর ২০১৬

১৩ ক্লাবে হাউজি, কার্ড খেলার ওপর নিষেধাজ্ঞা আপীলে স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ঢাকা ক্লাব, ধানম-ি ক্লাব, গুলশান ক্লাব, উত্তরা ক্লাবসহ দেশের প্রধান কয়েকটি শহরের ১৩টি ক্লাবে টাকার বিনিময়ে হাউজি, ডাইস ও কার্ডের মতো অভ্যন্তরীণ খেলা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞা ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছে আপীল বিভাগ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে দায়েরকৃত নাইকো দুর্নীতি মামলার কার্যক্রমে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ বহাল রেখেছে আপীল বিভাগ। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইংরেজী মাধ্যম থেকে পাস করা শিক্ষার্থীদের কেন আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বেসরকারী বিশ্ববিদ্যালয় দারুল ইহসান তাদের আইন অনুষদে কোন শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ হত্যা মামলার প্রধান আসামি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আমানুর রহমান খান রানার জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। রবিবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করে। অন্যদিকে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে রাজনৈতিক জোট গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে এবং প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি প্রক্রিয়া স্থগিত করে পুনরায় পরীক্ষা নেয়ার আর্জি জানিয়ে পৃথক দুটি রিট দায়ের করা হয়েছে। রাজধানীর ঢাকা ক্লাবসহ ১৩টি ক্লাবে টাকার বিনিময়ে জুয়া খেলা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞা ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছে আপীল বিভাগ। উল্লিখিত সময়ের মধ্যে এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করতে বলেছে আদালত। এ বিষয়ে করা লিভ টু আপীল নিষ্পত্তি করে রবিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে ক্লাব কর্তৃপক্ষের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ফিদা এম কামাল ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রিটকারীর পক্ষে শুনানি করেন সাবেক এ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ। সঙ্গে ছিলেন আইনজীবী রেদোয়ান আহমেদ। গত ৪ ডিসেম্বর বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ ১৩ ক্লাবে জুয়া খেলার ওপর নিষেধাজ্ঞা দেয়। অন্য ক্লাবগুলো হলোÑ বনানী ক্লাব, অফিসার্স ক্লাব ঢাকা, ঢাকা লেডিস ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, চিটাগাং ক্লাব, চিটাগাং সিনিয়র্স ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব ও খুলনা ক্লাব। মওদুদের মামলা স্থগিত ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে দায়েরকৃত নাইকো দুর্নীতি মামলার কার্যক্রমে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ বহাল রেখেছে আপীল বিভাগ। রবিবার আপীল বিভাগ এ আদেশ দেয়। এ রায়ের ফলে তার বিরুদ্ধে মামলা আপাতত স্থগিত থাকছে। এ মামলায় জারি করা রুল আগামী ১৯ জানুয়ারির মধ্যে নিষ্পত্তির আদেশ দিয়েছে আদালত। এ সময় পর্যন্ত মওদুদের বিরুদ্ধে এ মামলার কার্যক্রম চলবে না। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে দুদকের করা আবেদন শুনানি করে রবিবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপীল বিভাগের বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে মওদুদ আহমেদ নিজেই শুনানি করেন। অপরদিকে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান আর রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ইংরেজী মাধ্যম ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইংরেজী মাধ্যম থেকে পাস করা শিক্ষার্থীদের কেন আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। একই সঙ্গে বুয়েট এবং মেডিক্যালের ক্ষেত্রেও এ রুল প্রযোজ্য। রবিবার এক অভিভাবকের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করে। শিক্ষা সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ সংশ্লিষ্টদের উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে। ভর্তি হতে পারবে না ॥ বেসরকারী বিশ্ববিদ্যালয় দারুল ইহসান তাদের আইন অনুষদে কোন শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। বাকি যেসব বেসরকারী বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদ রয়েছে তারা ৫০ জন করে শিক্ষার্থী ভর্তি করতে পারবে। রবিবার প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের আপীল বিভাগের বেঞ্চ এ আদেশ দেয়। এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। জামিন নামঞ্জুর ॥ টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ হত্যা মামলার প্রধান আসামি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আমানুর রহমান খান রানার জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। বিচারপতি ফরিদ আহামদ ও বিচারপতি একেএম শাহেদুল হকের ডিভিশন বেঞ্চ রবিবার এ আদেশ দেয়। এ নিয়ে তৃতীয়বারের মতো হাইকোর্টে জামিন চেয়ে পেলেন না এমপি রানা। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ হত্যা মামলায় জামিন চেয়ে আবেদন করেন এমপি রানা। তার পক্ষে আব্দুল বাসেত মজুমদার ও রাষ্ট্রপক্ষে ডেপুটি এ্যাটর্নি জেনারেল শেখ একেএম মঞ্জুরুল জামান কবির শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট জামিন দিতে অপারগতা প্রকাশ করে।
×