ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

এ লজ্জা কার

প্রকাশিত: ১৯:১৩, ১১ ডিসেম্বর ২০১৬

এ লজ্জা কার

স্টাফ রিপোর্টার ॥ গত ৯ ডিসেম্বর শুক্রবার ছিলো বেগম রেকেয়া দিবস-২০১৬। দিনটি উপলক্ষে সারা দেশব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিন প্রধানমন্ত্রী দুইজন গুণী নারীকে পুরস্কার প্রদান করেছেন । বেগম রোকেয়া ছিলেন আমাদের নারী জাগরেণের অগ্রদূত। শিক্ষিত মহলে বিশেষ ভাবে নারীর হৃদয়ে বেগম রোকেয়ার অবয়ব দৃশ্যমান থাকে। কিন্তু আমাদের শিক্ষাঙ্গনে এমন কিছু ঘটনা ঘটে যা গোটা জাতিকে লজ্জায় ফেলে দেয়। বিষয়টি অত্যান্ত দুঃখজনক ও বেদনা। সৌরভ দাশ নামের এক তরুণ তার ফেসবুকে এমনি একটি লজ্জাজনক খবর দিয়েছে যা আমাদের চরম ভাবে মর্মাহত করেছে। যা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ- পরিবারের জন্য লজ্জার একটি বিষয়। যাকে নিয়ে এই লজ্জা তিনি আর কেউ নন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের প্রভোস্ট প্রফেসর ফরিদা ইয়াসমিন বারী। যিনি নিজ হাতে ছাত্র ফ্রন্টের পূর্ব নির্ধারিত প্রোগ্রাম পন্ড করে দিয়েছিলেন। ঐ হলের ছাত্র ফ্রন্ট নেতা ও বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য ইসরাত জাহান শাপলাকে যাচ্ছেতাই ভাবে অপমানও করেছিলেন। উনার একটি বক্তব্য ছিলো, হল প্রশাসন থেকে নাকি একটি মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। লজ্জাটা এখানেই উক্ত মিদাল মহফিলে বেগম রোকেয়ার নামে ব্যবহার করা হয়েছে নারী সাংবাদিকতার অগ্রদূত নূর জাহান বেগমের ছবি। বেগম রোকেয়া বলে এই ছবিটি বেশ সুন্দর করে প্রভোস্ট ম্যাম চালিয়ে নিয়েছেন। অত্যন্ত দুঃখের বিষয় এ সময় হলের হাউজ টিউটররা প্রায় সবাই উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলো হলের বেশ কিছু ছাত্রীও। অথচ এটা যে বেগম রোকেয়ার ছবি না, নূর জাহানের ছবি এটা নিয়ে কোনো প্রশ্ন উঠে নি। আশ্চর্যের বিষয়! এই প্রজন্ম যে আমাদের সমাজের রোকেয়ার মতো ব্যক্তিত্বকে খুব একটা জানে না, এটাই তার প্রমান।
×