ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সিরিয়ার আরও ২০০ সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ২০:৩০, ১০ ডিসেম্বর ২০১৬

সিরিয়ার আরও ২০০ সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক ॥ যুধ্ব বিধ্বস্ত সিরিয়ায় আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে আরও ২০০ সেনা সদস্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। শনিবার (১০ ডিসেম্বর) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার এ তথ্য জানিয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়। বাহরাইনের মানামায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তাবিষয়ক এক সংলাপে অ্যাশ কার্টার এ তথ্য জানান। তিনি বলেন, বিশেষ বাহিনীর প্রশিক্ষকসহ ২০০ জন, বিস্ফোরক নিধন দলের উপদেষ্টা মিলে ৩০০ জন সিরিয়ায় যাচ্ছে। ২০১১ সাল থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারকে উৎখাতের লক্ষ্যে বিদ্রোহী গোষ্ঠী ও আইএস জঙ্গি বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটিয়ে আসছে। সিরীয় সরকারি বাহিনী তা প্রতিহত করার চেষ্টা অব্যাহত রেখেছে। এদিকে, জঙ্গি ও সন্ত্রাস দমনের নামে সিরিয়ায় রাশিয়া ও মার্কিন বাহিনী পৃথকভাবে বিমান হামলাসহ বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে। এসব ঘটনায় প্রায়ই দেশটিতে হতাহত ও নিহতের ঘটনা ঘটছে।
×