ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নড়াইলে দুই দিনব্যাপী যুদ্ধযাত্রা ’৭১

প্রকাশিত: ০৬:৩৫, ১০ ডিসেম্বর ২০১৬

নড়াইলে দুই দিনব্যাপী  যুদ্ধযাত্রা ’৭১

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ৯ ডিসেম্বর ॥ ১৯৭১ সালের ৯ ডিসেম্বর নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের ভবানীপুর গ্রাম হতে চূড়ান্ত যুদ্ধযাত্রা শুরু হয়। পরের দিন ১০ ডিসেম্বর নড়াইল পানি উন্নয়ন বোর্ডে হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধের এক পর্যায়ে হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। হানাদার মুক্ত হয় নড়াইল। ওড়ানো হয় লাল সবুজের পতাকা। মুক্তিযুদ্ধের সেই স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে দু’দিনব্যপী যুদ্ধযাত্রা ’৭১ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় ভবানীপুর আরবিএফএম মাধ্যমিক বিদ্যালয় চত্বরে দু’দিনব্যাপী যুদ্ধযাত্রা ’৭১’র উদ্বোধন করেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সদরের ’৭১ বিএলএফ কমান্ডার (মুজিব বাহিনী) ও যুদ্ধযাত্রা ’৭১ পরিষদের আহবায়ক শরীফ হুমায়ুন কবীরের সভাপতিত্বে বক্তৃতা করেন প্রধান বক্তা ’৭১ বিএলএফ প্রশিক্ষক (মুজিব বাহিনী) শরীফ নূরুল আম্বিয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, জেলা জাসদের সভাপতি এ্যাডভোকেট হেমায়েত উল্লাহ হিরু, যুদ্ধযাত্রা ’৭১ পরিষদের যুগ্ম আহবায়ক শরীফ আরিফ নাছির, মোস্তাফিজুুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।
×