ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কমিউনিটি ক্লিনিক বন্ধ হবে না ॥ নাসিম

প্রকাশিত: ০৮:১৬, ৯ ডিসেম্বর ২০১৬

কমিউনিটি ক্লিনিক বন্ধ হবে না ॥ নাসিম

স্টাফ রিপোর্টার ॥ কমিউনিটি ক্লিনিক প্রকল্প কখনও বন্ধ হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবিষ্কার ‘কমিউনিটি ক্লিনিক প্রকল্প’। রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে এই প্রকল্প বন্ধ করে দিয়েছিল বিএনপি-জামায়াত জোট সরকার। ক্ষমতায় এসে প্রকল্পটি আবার চালু করে আওয়ামীলীগ সরকার। আর এই প্রকল্পটি আজ বিশ্বে স্বাস্থ্যসেবার রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান মার্গারেট চ্যান সম্প্রতি বাংলাদেশের স্বাস্থ্য সেক্টরের সাফল্যকে রোল মডেল হিসেবে অনুসরণ করতে বিশ্ববাসীকে পরামর্শ দিয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ এ্যান্ড সোশ্যাল মেডিসিনে (নিপসম) আধুনিক ল্যাব উদ্যোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। নিপসমের পরিচালক অধ্যাপক ডাঃ বায়জিদ খুরশিদ রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এমপি, স্বাস্থ্য সচিব মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কমিউনিটি ক্লিনিকে সেবাগ্রহীতা ও সেবার মান বেড়েই চলেছে। প্রাথমিক স্বাস্থ্যসেবায় বিশ্বের মডেল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের কমিউনিটি হেলথ কেয়ার প্রকল্প।
×