ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২১, ৮ ডিসেম্বর ২০১৬

টুকরো খবর

কলেজ সরকারীকরণ দাবিতে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ৭ ডিসেম্বর ॥ কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দ আবুল হোসেন কলেজ সরকারীকরণ দাবিতে বুধবার সকালে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ করেছে ছাত্রছাত্রী ও শিক্ষকরা। তাদের এ দাবি মেনে না নেয়া পর্যন্ত সামনে আরও কঠোর কর্মসূচীর হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন, পৌর মেয়র এনায়েত হোসেন, শিক্ষক দেলোয়ার হোসেন দুলাল, কাজী কামরুজ্জামান, আবু আলম, জাহাঙ্গীর আলম, কলেজ ছাত্রলীগের আহ্বায়ক পলাশ হোসেন, শাহিন ফকির, নাজমুল হোসেন, শাহাজালাল ও সানজিদা। নেত্রকোনা ট্র্যাজিডি দিবস আজ নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৭ ডিসেম্বর ॥ বৃহস্পতিবার নেত্রকোনা ট্র্যাজিডি দিবস। ২০০৫ সালের এই দিন সকালে জেএমবির আত্মঘাতী জঙ্গীরা উদীচী শিল্পী গোষ্ঠীর নেত্রকোনা জেলা সংসদ কার্যালয়ে নারকীয় বোমা হামলা চালায়। এতে উদীচীর শিল্পী ও সংগঠক খাজা হায়দার হোসেন এবং সুদীপ্তা পাল শেলীসহ আটজন প্রাণ হারান। নিহত অন্যরা হলেন- মোটর গ্যারেজ কর্মচারী যাদব দাস, গৃহিণী রানী আক্তার, মাছ বিক্রেতা আফতাব উদ্দিন, রিকশা চালক রইছ উদ্দিন, ভিক্ষুক জয়নাল আবেদীন ও আত্মঘাতী কিশোর কাফি। আহত হন আরও ৬০ জন। ওই হামলার পর নিহত মোটর গ্যারেজ কর্মচারী যাদব দাসকে ‘হিন্দু জঙ্গী’ হিসেবে চিহ্নিত করে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহের ষড়যন্ত্র করা হয়। কিন্তু জনতার আন্দোলনের মুখে এ ষড়যন্ত্র ব্যর্থ হয়। ঘের উচ্ছেদ দাবিতে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৭ ডিসেম্বর ॥ ধনু নদীতে প্রভাবশালীদের নির্মিত অবৈধ ঘের উচ্ছেদের দাবিতে স্থানীয় মৎস্যজীবীরা বুধবার উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে। জানা গেছে, বিভিন্ন গ্রামের কিছু প্রভাবশালী ব্যক্তি খালিয়াজুরির গাজীপুর ইউনিয়নের পাঁচহাট থেকে চাকুয়া ইউনিয়নের পাতরা গ্রাম পর্যন্ত হাজারখানেক অবৈধ ঘের নির্মাণ করে মাছ শিকার করছে। প্রভাবশালীরা স্থানীয় জেলেদের ওই নদীতে মাছ ধরতে দিচ্ছে না। উপরন্তু তাদের মারপিট করছে। এরই মধ্যে খালিয়াজুরি সদরের নয়াপাড়া গ্রামের বুলু বর্মণ, সুমন বর্মণ, বিমল বর্মণ, তপন বর্মণ, শ্রীকৃষ্ণ বর্মণ ও দুর্জয় বর্মণসহ আরও বেশ কয়েকজন জেলে মাছ ধরতে গয়ে প্রভাবশালীদের হামলার শিকার হয়েছেন। এরই প্রতিবাদে বিভিন্ন গ্রামের মৎস্যজীবী ও জেলেরা সংগঠিত হয়ে বুধবার উপজেলা সদরের নয়াবাজার থেকে উপজেলা পরিষদ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে তারা ইউএনও ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে অবৈধ ঘের উচ্ছেদসহ উন্মুক্তভাবে মাছ শিকারের সুবিধা নিশ্চিত করার দাবি জানান। শিবচর ইউএনও অফিস ঘেরাও নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৭ ডিসেম্বর ॥ পদ্মা সেতু প্রকল্পের বেড়িবাঁধে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ না দিয়ে বালু ফেলে ফসলি জমি ধ্বংস করায় শিবচর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করেছে এলাকাবাসী। বুধবার সকালে ৩ শতাধিক কৃষক এ কর্মসূচীতে অংশ নেন। তারা অভিযোগ করেন, সরকার কোন প্রকার ক্ষতিপূরণ না দিয়ে চাষাবাদকৃত ফসলি জমিতে বালু ফেলে ভরাট করছে। এতে কৃষি জমি হারিয়ে দিশেহারা হওয়ার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন তারা। চরজানাজাত ও মাদবরেরচর এলাকার অসহায় কৃষকরা ক্ষতিপূরণ পেতে উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি করছেন। এ সময় বক্তব্য রাখেন এ্যাডভোকেট মোহাম্মদ মহসিন ও ডাঃ নওয়াব চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার ইমরান আহমেদ সমস্যা সমাধানের আশ^াস দেয়ায় কৃষকরা তাদের কর্মসূচী প্রত্যাহার করে নেন। মরা গরুর মাংস বিক্রি ॥ জরিমানা নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৭ ডিসেম্বর ॥ বুধবার পোরশায় মরা গরুর মাংস বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আব্বাস আলী (৪৬) নামে এক কসাইয়ের ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার সমর কান্তি বসাক এ জরিমানা করেন। কসাই আব্বাস আলী (৪৬) পোরশা উপজেলার দীঘিপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের পুত্র। জানা গেছে, বুধবার সকালে নিতপুর বাজারের এক কসাই মরা গরুর মাংস বিক্রি করছেÑ এমন খবর পেয়ে থানা পুলিশ নিতপুর বাজারে অভিযান চালিয়ে মাংসসহ ওই কসাইকে আটক করে। পরে দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী অফিসার সমর কান্তি বসাক তাকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। অস্ত্রসহ শিবির নেতা আটক স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরা শহরের ইটাগাছা থেকে একটি বিদেশী পিস্তল ও জিহাদী বইসহ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম বকুলকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার ভোরে শহরের ইটাগাছা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জেলা শিবিরের সাবেক সভাপতি শহরের ইটাগাছা গ্রামের নূর ইসলামের ছেলে। বগুড়ায় জালনোটসহ গ্রেফতার ৩ স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ ডিবি পুলিশ শহরের নিশিন্দারা ম-ল পাড়া এলাকা থেকে ৪৮ হাজার টাকার জাল নোটসহ ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- আইয়ুব আলী, বিদ্যুত ও নজরুল ইসলাম। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ম-লপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়। ইউপি চেয়ারম্যান হত্যার দ্রুত বিচার দাবি নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ৭ ডিসেম্বর ॥ জেলার ভাদসা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যন এ কে আজাদ হত্যার মূল পরিকল্পনাকারীকে গ্রেফতারের দাবিতে আজাদের ’মা’ সাহারা বেগম জয়পুরহাট প্রেসক্লাবে বুধবার এক সংবাদ সম্মেলন করেন। আজাদের মা সাহারা খাতুন লিখিত বক্তব্যে আজদের হত্যার মূল পরিকল্পনাকারী সাবেক ইউপি চেয়ারম্যান ও আজাদের বিরুদ্ধে চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাতেম আলীকে গ্রেফতার ও আসামিদের দ্রুত বিচার দাবি করেন। গত ৪ জুন ভাদসার গোপালপুরে দুর্বৃত্তরা আজাদকে কুপিয়ে ও গুলিতে গুরুতর জখম করে। ৮ দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকায় তার মৃত্যু হয়। নিখোঁজ স্কুলছাত্র উদ্ধার হয়নি নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ৭ ডিসেম্বর ॥ ৪ দিনেও কালাই থানার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ছাত্র মোমিনুলকে উদ্ধার করা যায়নি। গত শনিবার সকালে কালাই সদরের বালাইট গ্রামের মৃত মনির উদ্দিন ও গৃহকর্মী মনিরা বেগমের ছেলে বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশে বের হয়। স্কুল ছুটির সময় অতিবাহিত হলেও সে বাড়ি না ফেরায় মা মনিরা বেগম উদ্বিগ্ন হয়ে পড়ে। যথারীতি সে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করলেও সন্তানের কোন খোঁজ পায় না। সোমবার নিখোঁজ সন্তানের বিষয়টি জানিয়ে কালাই থানায় একটি সাধারণ ডায়েরি করে তার মা। তিন দফা দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ নিজস্ব সংবাদদাতা, সাভার, ৭ ডিসেম্বর ॥ ঢাকা-আরিচা মহাসড়কের ‘বাইশমাইল’ বাসস্ট্যান্ড এলাকায় স্পীড ব্রেকার, ওভারব্রিজ ও সড়কবাতির স্থাপন- এ তিন দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে সাভার গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী এ কর্মসূচী পালন করা হয়। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শিক্ষার্থীরা জানায়, মহাসড়কের ‘বাইশমাইল’ এলাকায় গাড়ির বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছে না। এছাড়া রাতে মহাসড়কের পাশে আলোর ব্যবস্থা না থাকায় প্রায়ই ছিনতাইয়ের ঘটনাও ঘটে থাকে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাদের দাবি বিবেচনা করে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে আরও কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে। আড়াইহাজারে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৭ ডিসেম্বর ॥ আড়াইহাজারে উলুকান্দী গ্রামের গোপালদী পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ফজলুল হকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাতাকরা ২ লাখ টাকাসহ প্রায় তিন লাখ টাকার মাল লুট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৩টায়। জানা গেছে, কাউন্সিলর ফজলুল হকের বাড়িতে ২০-২২ জনের একদল ডাকাত হানা দেয়। তারা বাড়ির গেটের তালা কেটে ও দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে ডাকাতরা নগদ ২ লাখ টাকা, দেড় ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও ২টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ড্রাইকেকের প্যাকেটে ইয়াবা ॥ আটক ১ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ড্রাইকেকের প্যাকেট তল্লাশিতে বেরিয়ে এলো ৪ হাজার ইয়াবা ট্যাবলেট। মঙ্গলবার রাতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের প্লাটফরম থেকে এই ইয়াবাসহ গ্রেফতার করা হয় এক যুবককে। জানা যায়, আটক যুবকের নাম ওয়াহিদ। সে ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার থেকে সংগ্রহ করে এনেছিল। উদ্দেশ্য ছিল ট্রেনযোগে অন্যত্র পরিবহন করা। গোয়েন্দা পুলিশের একটি টিম রেল স্টেশনের ৮ ও ৯ নম্বর প্লাটফরমের ফুটওভার ব্রিজের কাছাকাছি স্থানে ওয়াহিদকে তল্লাশি করে। পুলিশ ড্রাইকেকের প্যাকেট থেকে উদ্ধার করে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, যার বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। ৪০ দোকান ভস্মীভূত স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর বন্দর থানার সল্টগোলা ঈশান মিস্ত্রীর হাট এলাকায় আগুনে পুড়েছে ৪০টি দোকানঘর। বুধবার সকালে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। জানা যায়, সকাল আটটার দিকে আগুনের সূত্রপাত হয় বৈদ্যুতিক ত্রুটিজনিত কারণে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল ইউনিট অকুস্থলে ছুটে যায়। প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনে ৪০টি কাঁচা দোকানঘর পুরোপুরি এবং আংশিক ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। তবে ক্ষতিগ্রস্তদের দাবি ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি। সচেতনতা বৃদ্ধিতে সভা নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৭ ডিসেম্বর ॥ জেলার হরিপুর উপজেলার সীমান্তবর্তী মানিকখাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে জনগণের সচেতনতা বৃদ্ধির বিষয়ে বুধবার বিকেলে এক মতবিনিময় সভা করেছে ৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। ৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক তুষার বিন ইউনুসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হরিপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আরিফ বেগ, মৎস্য অফিসার হিমেল চন্দ্র রায়, প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষক ফারুক হোসেন, মহিলা উদ্যাক্তা হুসনেয়ারা প্রমুখ। তিন দিনব্যাপী তথ্যমেলা উদ্বোধন স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ তথ্য অধিকার আইন সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনা জেলা প্রশাসন এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)এর যৌথ আয়োজনে জেলা প্রশাসন চত্বরে তিন দিনব্যাপী (৭ থেকে ৯ ডিসেম্বর) তথ্যমেলা উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক নাজমুল আহসান ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক))মোঃ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র তথ্য কর্মকর্তা জিনাত আরা আহমেদ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম। আলোচক ছিলেন টিআইবির প্রোগ্রাম ম্যানেজার রাজেশ অধিকারী। পাথর উত্তোলন ॥ হুমকিতে জনবসতি স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ কানাইঘাট উপজেলার চরিপাড়া এলাকায় সুরমা নদী থেকে অবৈধভাবে বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলনের ফলে এলাকার জনবসতি হুমকির সম্মুখীন। এলাকাবাসীর বাধা উপেক্ষা করে পরিবেশ বিধ্বংসী বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন কাজ চলছে দিনরাত। উপজেলা প্রশাসনকে একাধিকবার অবহিত করার পরও কোন কার্যকরী ভূমিকা নেয়া হচ্ছে না। বোমা মেশিন, ড্রেজিং মেশিন ও সেইফ মেশিনসহ বিভিন্ন রকম যন্ত্র দিয়ে গভীর থেকে পাথর ও বালু উত্তোলন করা হচ্ছে। এ অবস্থায় এলাকার অস্তিত্ব রক্ষায় স্থানীয়রা অসহায় হয়ে পড়েছেন। এ নিয়ে চরিপাড়া এলাকাবাসী সোমবার সিলেটের বিভাগীয় কমিশনার বরাবরে লিখিত আবেদন করেছেন।
×