ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নুরুল ইসলাম হত্যার পুনর্তদন্তের আশ্বাস দিলেন নাসিম

প্রকাশিত: ০৭:৪৬, ৭ ডিসেম্বর ২০১৬

নুরুল ইসলাম হত্যার পুনর্তদন্তের আশ্বাস দিলেন নাসিম

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলাম ছিলেন সৎ ও নির্ভিক রাজনীতিবিদ। তার রাজনৈতিক জীবনে গণমানুষের দাবির সঙ্গে কখনও বিশ্বাসঘাতকতা করেননি তিনি। এমন রাজনীতিবিদকে হারানোর ফলে রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। এই হত্যার বিচার হতেই হবে। এই বিচার না হলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। এই ঘটনার পুনর্তদন্ত ও সুষ্ঠু বিচারের আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। ২০০৮ সালের নিজ বাসায় রহস্যজনক আগুনে পুড়ে নুরুল ইসলাম ও তার ছেলে ইসলাম তমোহর মারা যান। তাদের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নুরুল ইসলাম স্মৃতি পরিষদ এই সভার আয়োজন করে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নুরুল ইসলামের স্ত্রী রুবী রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, অর্থনীতিবিদ খন্দকার ইব্রাহিম খালেদ, রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহীদুল্লাহ চৌধুরী, অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, শ্রমিক নেতা ইস্রাফিল আলম প্রমুখ । তারা নুরুল ইসলামের স্মৃতিচারণ করেন। মোহাম্মদ নাসিম বলেন, এখন গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় রয়েছে, ন্যায়বিচার অবশ্যই হবে। এই সরকারের কাছে অনেকের অনেক প্রত্যাশা। অনেক সময় প্রত্যাশার ভারে আমরা বিপর্যস্ত হয়ে পড়ি। বিচার হবে তবে সময় দিতে হবে। প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পেরেছেন, যেটা প্রায় অসম্ভব ছিল, তবে এই হত্যার বিচারও হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, নুরুল ইসলামের মৃত্যু দুর্ঘটনাই হোক আর হত্যাকা-ই হোক, এর তদন্ত ঠিকভাবে হলে সঠিক তথ্য বেরিয়ে আসত। কিন্তু যে কর্মকর্তার মাধ্যমে তদন্ত করা হয়েছে তিনি দক্ষ ছিলেন না। এখন অনেক দক্ষ কর্মকর্তা আছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তিনি ঘটনার পুনর্তদন্ত করার জন্য দক্ষ কর্মকর্তা নিয়োগ দেবেন বলেছেন। তিনি আরও বলেন, নুরুল ইসলাম সাহসী রাজনীতিবিদ ছিলেন, তিনি উচ্চশিক্ষিত হয়েও সাধারণ শ্রমিকদের নিয়ে কাজ করেছেন। তাদের সঙ্গে মিশে গিয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে তার হত্যাকা-ের ঘটনা খুবই বেদনাদায়ক। সভায় নুরুল ইসলামের স্ত্রী রুবী রহমান বলেন, প্রথম দিকে এই হত্যার বিচারের ব্যাপারে সরকার অনেক আন্তরিক ছিলেন। সরকারের পক্ষ থেকে অনেক আশ্বাস পেয়েছি। কিন্তু কী কারণে জানি না, এখন মামলার তদন্তকাজ বন্ধ হয়ে গেছে। অনেক চেষ্টা করেও বিচার পাইনি। তিনি বলেন, যে মানুষটি ন্যায়ের পক্ষে সারাজীবন একনিষ্ঠ ছিলেন, তার হত্যার বিচার হবে না এটা ভাবতেও কষ্ট লাগে। দেশে অনেক উন্নয়ন হলেও ন্যায়ের প্রতিষ্ঠা হচ্ছে না।
×