ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন

প্রকাশিত: ২২:৫৪, ৬ ডিসেম্বর ২০১৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭১২ কোটি ৪১ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩৫ হাজার ৬৮ কোটি ৭৩ লাখ টাকা, প্রকল্প সাহায্য ১ লাখ ১৬ হাজার ১৬ কোটি ৩১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৬২৭ কোটি ৩৭ লাখ টাকা ব্যয় করা হবে। এর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৩ হাজার ৯২ কোটি ৯১ লাখ টাকা। দেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প এটি। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ.হ.ম. মুস্তফা কামাল। তিনি জানান, একনেক সভায় মোট ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের বিস্তারিত জানান পরিকল্পনামন্ত্রী। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব তারিক-উল-ইসলাম, সাধারণ অর্থনৈতিক বিভাগের সদস্য ড. শামসুল ইসলাম প্রমুখ।
×