ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গার্মেন্টস স্থানান্তর নিয়ে মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ॥ আহত ৫

প্রকাশিত: ০৭:৪৪, ৬ ডিসেম্বর ২০১৬

গার্মেন্টস স্থানান্তর নিয়ে মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ॥ আহত ৫

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরে তৈরি পোশাক কারখানা স্থানান্তরের সূত্রধরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশকে কাঁদানে গ্যাস ও লাঠি চার্জ করতে হয়েছে। সংঘর্ষে পুলিশ ও শ্রমিকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার বেলা এগারোটার দিকে রাজধানীর চিড়িয়াখানা রোডে এ ঘটনা ঘটে। রেজাউল এ্যাপারেলস নামের তৈরি পোশাক কারখানা আগামী বছরের প্রথম দিকে গাজীপুরে স্থানান্তর করা হবে। এজন্য কারখানাটি থেকে মালপত্র সরিয়ে নেয়ার কাজ চলছে। কারখানার শ্রমিকদের অনেকেই গাজীপুরে যাচ্ছেন না। যারা যাবেন না, তারা তাদের বকেয়া বেতন ভাতা দাবি পরিশোধ করতে মালিকপক্ষের কাছে দাবি জানিয়ে আসছিল। কিন্তু মালিকপক্ষ এ সমস্যার কোন প্রকার সমাধান না করেই যথারীতি মালপত্র সরানো অব্যাহত রাখে। শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। পুলিশ রাস্তা থেকে অবরোধ সরাতে টিয়ারশেল ও লাঠিচার্জ করে। মিরপুর বিভাগের এসি মোহাম্মদ মাসুদ জানান, দুপুর দুইটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। সমস্যা সমাধানে শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের আলোচনা চলছে।
×