ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচনে জেতার আগেই হেরে যায় বিএনপি ॥ ও. কাদের

প্রকাশিত: ০৫:৫২, ৬ ডিসেম্বর ২০১৬

নির্বাচনে জেতার আগেই হেরে যায় বিএনপি ॥ ও. কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সব সময়ই নির্বাচনে জেতার আগেই হেরে যায়। এটাই তাদের চারিত্রিক বৈশিষ্ট্য। সে কারণেই সত্য ও সুন্দরের প্রতিযোগিতায় তারা অংশ নিতে পারে না। সোমবার গণতন্ত্রের মানসপুত্র জাতীয় নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর মাজারে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ‘নারায়ণগঞ্জ নির্বাচনে সরকার প্রভাব বিস্তার করতে চাইছে’- বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে তিনি আরও বলেন, বিএনপি কোন নির্বাচনে অংশ নিয়েই হারার আশঙ্কায় থাকে। এ কারণেই ভোটের শুরু থেকেই নানা অভিযোগ করতে থাকে। তারা নির্বাচনের আগেই নানা কথা বলে। পাঁচ সিটি নির্বাচনের আগেও তারা হেরে গিয়েছিল। তখনও তারা নানা অভিযোগ তুলেছিল। ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সব দলকে কাজ করতে হবে। তাই সব দলকেই আহ্বান জানাব এগিয়ে আসুন। সংসদ ভবনের মূল নক্সা আনার পর চন্দ্রিমা উদ্যান থেকে জিয়াউর রহমানের কবর সরানো সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী যা বলেছেন সেটাই সরকারের অবস্থান। এ নিয়ে আমার কোন বক্তব্য নেই।’ এর আগে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় কেন্দ্রীয় নেতাদের মধ্যে ড. আবদুর রাজ্জাক, এ্যাডভোকেট আব্দুল মান্নান খান, আবদুর রহমান, একেএম এনামুল হক শামীম, ড. আবদুস সোবহান গোলাপ, এ্যাডভোকেট আফজাল হোসেন, ফরিদুন্নাহার লাইলী, অসীম কুমার উকিল, সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন। পরে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ, যুবলীগ ও ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী-ভাতৃপ্রতিম সংগঠনের নেতারাও সোহরাওয়ার্দীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ॥ গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৩তম মৃত্যুবার্ষিকী সোমবার নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল- আলোচনা সভা, মহান এ নেতার মাজারে শ্রদ্ধা নিবেদন, কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল। আওয়ামী লীগ ছাড়াও শাহে আলম মুরাদের নেতৃত্বে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ, ওমর ফারুক চৌধুরী ও হারুনুর রশীদের নেতৃত্বে যুবলীগ, মোল্লা আবু কাওছারের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ, শামসুল হক রেজার নেতৃত্বে কৃষক লীগ, সাইফুর রহমান সোহাগের নেতৃত্বে ছাত্রলীগ, চীফ হুইপ আ স ম ফিরোজ ও অরুণ সরকার রানার নেতৃত্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ছাড়াও মহিলা আওয়ামী লীগ, যুবলীগ মহানগর উত্তর ও দক্ষিণ, ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, জাতীয় গণতান্ত্রিক লীগ, বিশ্ব বাঙালী সম্মেলনসহ বিভিন্ন সংগঠন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মাজারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।
×