ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১১, ৬ ডিসেম্বর ২০১৬

টুকরো খবর

বোয়ালমারীতে ১২ দোকান পুড়ে ছাই সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ৫ ডিসেম্বর ॥ দাদপুর ইউনিয়নের চিতারবাজারে রবিবার রাত ১০টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। আগুনে ১২টি ব্যবসা প্রতিষ্ঠানসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। দমকল বাহিনী প্রায় একঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দমকল বাহিনী সূত্রে জানা যায়, ওই রাতে বাজারের বন্ধ ব্যবসা প্রতিষ্ঠান নাসিম মোল্যার গান ডাউন লোডের কম্পিউটারের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এরপর একে একে আঃ হান্নান মিয়া, নুর ইসলাম, মহিদুল ইসলাম, বিবেন শীল, আবুল শেখ, লিটন হাসান, মোতালেব, নাসিম মোল্যা, ইলিয়াস বিশ্বাস, ওসমান বিশ্বাস, ইব্রাহিম বিশ্বাস ও আব্বাস বিশ্বাসের ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ব্যবসায়ীদের ধর্মঘট নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৫ নবেম্বর ॥ শহরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনার নামে মাত্রাতিরিক্ত টাকা আদায়, বাজারের ভূমি উন্নয়ন কর না নেয়া এবং ব্যাংকে ১, ২, ৫ টাকার নোট ও কয়েন গ্রহণ না করার প্রতিবাদে দোকান-পাট বন্ধ করে ধর্মঘট পালন করেছে ব্যবসায়ীরা। তিন দফা দাবিতে সোমবার লক্ষ্মীপুর বনিক সমিতির উদ্যোগে ব্যবসায়ীরা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সমাবেশ করে। বনিক সমিতির সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহসাধারণ সম্পাদক হাফিজ উল্যাহ, চেম্বার এ্যান্ড কমার্সের সাধারণ সম্পাদক শংকর মজুমদারসহ হাজারো ব্যবসায়ী। ব্যবসায়ীরা আরও অভিযোগ করেন, বিভিন্ন সময় মোবাইল কোর্ট দিয়ে প্রশাসন পাঁচ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত জরিমানা আদায় করে। এতে ব্যবসায়ীদের অনেকে ব্যবসা বন্ধ করে দেয়। কালী মন্দিরে অগ্নিসংযোগ নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ৫ ডিসম্বের ॥ মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের নিহারা গ্রামের একটি কালী মন্দিরে রবিবার রাতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় মন্দিরের ভেতরে থাকা পাঁচটি প্রতিমা পুড়ে গেছে। জানা গেছে, দীর্ঘদিন আগে নিহারা গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন অপেক্ষাকৃত নির্জন স্থানে টিনের একটি কালী মন্দির নির্মাণ করে সেখানে পূজার্চনা করে আসছিল। রবিবার রাত ১২টার দিকে দুর্বৃত্তরা কেরোসিন অথবা পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ দিয়ে ওই মন্দিরে অগ্নিসংযোগ করে। এ সময় মন্দিরের ভেতরে থাকা কালী ও মহাদেবের প্রতিমাসহ পাঁচটি প্রতিমা পুড়ে যায়। মন্দির কমিটির সভাপতি শান্তিরঞ্জন তালুকদার জানান, ঘটনার দিন রাতে তার বাড়িতে কীর্তন চলছিল। এমন সময় কালী মন্দিরে আগুন লাগার সংবাদ পেয়ে তিনিসহ গ্রামের অন্যান্য লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার খবর শুনে সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হকসহ পুলিশের উর্ধতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জামায়াতের আমিরসহ গ্রেফতার ৫ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ গোপন বৈঠকের সময় জলঢাকা উপজেলা জামায়াতের আমিরসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল ৭টার দিকে জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের দক্ষিণ দেশীবাই গ্রামে হামিদুল ইসলামের বাড়ি হতে এদের গ্রেফতার করা হয়। এ সময় বেশ কয়েকজন জামায়াতকর্মী পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলো- উপজেলা জামায়াতের আমির সাদের হোসেন, উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক জামিয়ার রহমান, শূরা সদস্য আকবর আলী, কামরুজ্জামান ও রাশেদুজ্জামান। ২০ ভরি স্বর্ণালঙ্কার লুট নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৫ ডিসেম্বর ॥ সদর উপজেলার গেরদা গ্রামের সাবেক তহশিলদার মীর মোশাররফ হোসেনের বাড়িতে রবিবার গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। জানা যায়, ১০/১৫ জনের একদল ডাকাত বাড়ির প্রধান ফটকের কলাপসিবল গেট ভেঙ্গে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে ডাকাতরা ঘরের আলমারি ও ড্রয়ার ভেঙ্গে পাঁচ লাখ ৭০ হাজার টাকা, ২০ ভরি স্বর্ণালংকার, ল্যাপটপ, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট নেয়। রাবিতে মুক্তিযোদ্ধাদের প্রতীকী অনশন রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য নাতি-নাতনি কোটা চালুর দাবিতে প্রতীকী অনশন পালন করেছে বাংলাদেশ মক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দরা। সোমবার বেলা ১০টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাজশাহী জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের যৌথ উদ্যোগে তারা এ কর্মসূচী পালন করে। প্রতীকী অনশনে বক্তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় বরাবরই স্বাধীনতা বিরোধীদের ঘাঁটি হিসেবে পরিচিত হয়ে আসছে। আমরা দেখেছি এখানে মুক্তিযুদ্ধের বিরোধীরের চাকরিতে নিয়োগ ও পদান্নতি দেয়া হয়। কিন্তু মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সঠিক মূল্যায়ন করা হয় না। রাজশাহী মহানগরের সহকারী কমান্ডার আবুল বাশারের সঞ্চালনায় প্রতীকী অনশনে আরও বক্তব্য রাখেন, জেলা কমান্ডার ফরহাদ আলী, সহকারী কমান্ডার আলী আসলান, সাবেক জেলা কমান্ডার সাইদুর রহমান, মতিহার থানা কমান্ডার আব্দুল হান্নান, রাজপাড়া থানা কমান্ডার শুকুরউদ্দিন, রাজশাহী জেলা ইউনিট কমান্ডের নির্বাহী সদস্য আবুল হাসান খন্দকার, নির্বাহী সদস্য এ্যাডভোকেট আব্দুস সামাদ প্রমুখ। শ্রীনগরে মানববন্ধন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের ৫ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মনির হোসেন মিটুলের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীরা। সোমবার সকাল ৯টায় শ্রীনগর উপজেলার এই বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে প্রায় দেড় হাজার ছাত্র-ছাত্রী অংশ নেয়। এ সময় ছাত্রছাত্রীদের সাথে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন শিক্ষক ও স্থানীয় অভিভাবকরা। তারা অবিলম্বে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মিটুলের নিঃশর্ত মুক্তি দাবি করেন। জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে গত ৩০ নবেন্বর সকালে মনির হোসেন মিটুলকে ঢাকা-দোহার সড়কের শ্রীনগর বাইপাস এলাকা থেকে গ্রেফতার করে ডিবি ও শ্রীনগর থানা পুলিশ। পরে পুলিশ জানায়, তার বিরুদ্ধে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র দিয়ে গরুর ট্রলারে ডাকাতির অভিযোগ রয়েছে। ঝিনাইদহে গ্রেফতার ৮৪ নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৫ ডিসেম্বর ॥ জামায়াত শিবিরের ৩ কর্মী ও ২ চরমপন্থি ক্যাডারসহ বিভিন্ন মামলায় ৮৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমাবার ভোরে জেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানের সময় কোটচাঁদপুর থেকে ৭টি গুলি ও ৩টি বোমা, ঝিনাইদহ থেকে ৪৫ পিস, শৈলকুপা থেকে ১০ পিস, মহেশপুর থেকে ৩ পিস ইয়াবা ও হরিণাকুণ্ডুতে ১টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে, সদর উপজেলায় ৩৫ জন, শৈলকুপা ১১ জন, হরিণাকু-ুতে ৫ জন, কোটচাঁদপুরে ৮ জন, কালীগঞ্জ ১৫ জন, মহেশপুর ৭ জনসহ অন্যান্য এলাকার ৩ জন রয়েছে। প্রতিমা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৫ ডিসেম্বর ॥ আমিনপুর থানার মাসুমদিয়া ইউনিয়নের কাজী শরীফপুর গ্রামের বারোয়ারী কালীমন্দিরের প্রতিমা ভাংচুরের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার দাবিতে সোমবার হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ পাবনা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে মানববন্ধনে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক বিনয় জ্যোতি কুণ্ড, যুগ্ম সাধারণ সম্পাদক প্রলয় চাকী। মহিদুল হত্যা ॥ আদালতে স্ত্রীর স্বীকারোক্তি নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৫ ডিসেম্বর ॥ সদর উপজেলার নিচপুটিয়া গ্রামের মহিদুল ইসলাম (২৮) হত্যার মূল পরিকল্পনাকারী স্ত্রী শাহানাজ পারভীন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। সোমবার বিকেলে ঝিনাইদহের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামানের আদালতে তিনি এ জবানবন্দী প্রদান করে। রবিবার সকালে সদর উপজেলা নিচপুটিয়া গ্রামের মাঠ থেকে মহিদুল ইসলামের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন বিকেলে নিহতের পিতা আব্দুস সালাম বাদী হয়ে সদর থানায় ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। সেগুন কাঠসহ পিকআপ আটক নিজস্ব সংবাদদাতা,পটিয়া, চট্টগ্রাম, ৫ ডিসেম্বর ॥ বন বিভাগ অভিযান চালিয়ে চিড়াই সেগুন কাঠসহ একটি পিকআপ আটক করেছে। দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জ অফিস চট্টগ্রাম-কক্সবাজার আরাকান মহাসড়কের চন্দনাইশ গাছবাড়িয়া এলাকা থেকে রবিবার রাতে এসব সেগুন কাঠ আটক করে। এই ব্যাপারে বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বহিরাগতদের হামলা ॥ নওগাঁয় আহত ২ শিক্ষার্থী নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৫ ডিসেম্বর ॥ সোমবার বেলা ১১টায় সরকারী পলিটেকনিক ইনস্টিটিউটে বহিরাগতদের হামলায় দুই শিক্ষার্থী আহত হয়েছে। কলেজ ক্যাম্পাসে ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে বহিরাগতরা হামলা চালালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ বহিরাগত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আহত শিক্ষার্থীরা হলো- পলিটেকনিক ইনস্টিটিউটের আর্কিটেকচার তৃতীয় পর্বের শিক্ষার্থী আরমান হোসেন রুমন ও একই বিভাগের প্রথম পর্বের শিক্ষার্থী সৈকত কুমার। তারা দুইজনই সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আহত শিক্ষার্থী আরমান হোসেনের বাবা সাংবাদিক এবাদুল হক বাদী হয়ে গ্রেফতারকৃত ওই তিন যুবকসহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেছেন। গ্রেফতারকৃত তিন যুবক হলো- দক্ষিণ কালিতলার ইউনুস আলীর ছেলে ইমরান হোসেন, একই এলাকার আব্দুল মান্নানের ছেলে ইমরান কবীর সাহেল ও পালপাড়া এলাকার লক্ষণ চৌধুরীর ছেলে চন্দন চৌধুরী। পাঁচ মাদকসেবীর কারাদণ্ড স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ মাদক সেবনের দায়ে সোমবার ভ্রাম্যমাণ আদালতে চারজনকে দু’মাস ও ২৫ দিন করে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। কারাদ-প্রাপ্তরা হলো রাজন, শহিদুল শেখ, হেলাল উদ্দিন শেখ ও শাহিন উদ্দিন শেখ। আগুনে দুই প্রতিষ্ঠান ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৫ ডিসেম্বর ॥ সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর বাজার সংলগ্ন দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। রবিবার রাতে আগুন লেগে যায়। এলাকাবাসী ২ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সাদ্দাম স’মিল, পাটের গুদাম ও দুটি চায়ের দোকান পুড়ে যায়। পুড়ে যাওয়া আগুনে প্রায় ১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। স’মিলের মালিক মোঃ সাদ্দাম হোসেন জানান আমার ৮ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। মিলের সব সামগ্রী পুড়ে নষ্ট হয়ে গেছে। পাট গুদাম মালিক মোশাররফ হোসেন জানান, আমি ২শ’ মণ পাট গুদামজাত করে রেখেছিলাম। আগুনে আমার চার লাখ টাকার পাট পুড়ে গেছে। এছাড়াও তার দুটি চায়ের দোকান পুড়ে যায়।
×