ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাবিপ্রবিতে ভর্তির জন্য আবেদনের শেষ তারিখ ৮ ডিসেম্বর

প্রকাশিত: ০৪:১০, ৬ ডিসেম্বর ২০১৬

হাবিপ্রবিতে ভর্তির জন্য আবেদনের শেষ তারিখ ৮ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জন্য আবেদনের শেষ তারিখ ৮ ডিসেম্বর। এ সময়ের মধ্যে ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবে। দিনাজপুর হাবিপ্রবির গণসংযোগ দফতরের সহকারী পরিচালক মোমিনুল ইসলাম জানান, হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন অনলাইনে অথবা মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে করা যাবে। আবেদন ফি ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের (উইইখ) মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে প্রদান করতে হবে। আগামী ১৮ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মুক্তিযোদ্ধা কোটার জন্য মোট আসনের অতিরিক্ত ৫% আসন এবং বিদেশী শিক্ষার্থীদের জন্য ৮০টি আসন সংরক্ষিত থাকবে। এর বাইরে সংরক্ষিত আসনে বিভিন্ন কোটায় শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রাখা হয়েছে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি িি.িযংঃঁ.ধপ.নফ/ধফসরংংরড়হ ওয়েবসাইটে পাওয়া যাবে। সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত এক স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ উল্লাপাড়া ও কামারখন্দে সড়ক দুর্ঘটনায় আব্দুল করিম নিহত এবং বর-কনেসহ ১৫ জন আহত হয়েছে। নিহত আব্দুল করিমের বাড়ি উল্লাপাড়া থানার পাগলা বোয়ালিয়া গ্রামে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, সোমবার দুপুরে পাটের বস্তা ব্যবসায়ী করিম বাড়ি থেকে সাইকেলযোগে উল্লাপাড়া শহরের দিকে যাওয়ার পথে পাবনাগামী একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এদিকে হাটিকুমরুল গোলচত্বর থেকে টাঙ্গাইলগামী একটি বরযাত্রীবাহী বাস কাসেম মোড়ে আরেকটি বাসকে ওভারটেকিং করতে গেলে খাদে পড়ে যায়। এতে বর-কনেসহ ১৫ জন আহত হয়। দশ যুবককে পুরস্কার নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ৫ ডিসেম্বর ॥ অপহরণকারীদের ধরিয়ে দেয়ার ঘটনায় সাহসী ভূমিকার জন্য শাহজাদপুরের ১০ যুবককে সম্মাননা পদক ও নগদ টাকা দিয়ে সংবর্ধিত করেছে থানা পুলিশ। সোমবার সকালে পৌর সদরের তালতলা মহল্লায় শাহজাদপুর থানা পুলিশের উদ্যোগে এক সভায় এদের সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধিতরা হলেন- রুবেল শেখ, মজিদ শেখ, সোহলে শেখ, বরাত শেখ, রাশিদুল ইসলাম, হারুন, বেল্লাল হোসেন, আশিকুর রহমান, নান্নু শেখ ও সাজিব হায়দার ভোলা। কমিউনিটি পুলিশিং উপজেলা কমিটির আহ্বায়ক প্রফেসর নাছিম উদ্দিন মালিথার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ। কোচিং সেন্টারে জুয়া স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মোহনপুর উপজেলা সদরের এক কোচিং সেন্টারে জুয়ার আসর থেকে ৬ ‘শিক্ষককে’ আটক করা হয়েছে। পরে ভুল স্বীকার করায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। রবিবার রাতে মোহনপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ‘ক্রিয়েটিভ কোচিং হোম’ নামের কোচিং সেন্টার থেকে তাদের আটক করা হয়। তারা ওই কোচিং সেন্টারেরই শিক্ষক। এরা হলেন ভাতুড়িয়া গ্রামের আবদুর রব, রিপন আলী, মেহেবুব হাসান, তারেক হাসান, বাকশিমইল গ্রামের তোফাজ্জল হোসেন ও বাগমারা উপজেলার মীর্জাপুর গ্রামের শিহাব পারভেজ।
×